do you know who was the 100 crores actress of bollywood

আলিয়া-দীপিকা কেউই নন, প্রথম ১০০ কোটি টাকা কামিয়েছিল আশির দশকের এই বলিউড অভিনেত্রীর ছবি

First 100 Crores Club Bollywood Actress : বলিউডের (Bollywood) কাছে ১০০ কোটি এখন আর কোন ছবির সর্বোচ্চ কালেকশন নয়, বরং এটি এখন সর্বনিম্ন খরচ হয়ে দাঁড়িয়েছে। আজকাল কোন ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে না পারলে তাকে ফ্লপ বলেই গন্য করা হয়। এখন যে কোন ছবির মিনিমাম টার্গেট থাকে ১০০০ কোটি থেকে ২০০০ কোটি টাকা পর্যন্ত। তবে ভারতের বাজারে কোন ছবিটি প্রথম ১০০ কোটির (First 100 Crores Club Bollywood Movie) বেঞ্চমার্ক ছুঁয়েছিল জানেন?

অনেকেই হয়ত জানেননা যে, আশির দশকে এমন একজন অভিনেত্রী ছিলেন যার ছবি এই রেকর্ড করেছিল। আজ থেকে এতগুলো দশক আগেই কেউ এই রেকর্ড করেছে এটা ভাবলেই অবাক লাগে। তখনকার দিনে না ছিল টিকিটের এত দাম আর না ছিল এত বেশি বেশি হল। তারমধ্যেও এমন নজীরবিহীন রেকর্ড সত্যিই প্রশংসার দাবি রাখে।

সেই সময়ে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও সত্যকিম যশপাল (Satyakim Yashpal) অভিনীত ‘ডিস্কো ড্যান্সার’ (Disco Dancer) ১০০ কোটির ক্লাবে পৌঁছে রেকর্ড করে ফেলে। আর অভিনেত্রী হিসেবে এই রেকর্ড গড়েছিলেন কিম। রেখা, জয়া, শ্রীদেবী, হেমা মালিনীর মত অভিনেত্রীদের টেক্কা দিয়ে এই রেকর্ড ছিনিয়ে নিয়েছিলেন কিম‌।

প্রসঙ্গত উল্লেখ্য, কিমের কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং এবং বিভিন্ন পত্রিকাতে ফটোশুট করে। ‘ডিস্কো ডান্সার’র আগে বিভিন্ন ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে মিঠুনের সাথে জুটি বাঁধার পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর তাকে দেখা যায় নসিব, ফির ওহি রাত, বুলন্দির মত কিছু জনপ্রিয় ছবিতে।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কথা বললে, ১৯৮০ সালে ড্যানি ডেনজংপার সঙ্গে কাজের সুবাদে তার পরিচয় হয়। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় লিভ-ইনে থাকতেন তারা। তবে তাদের সম্পর্ক চিরস্থায়ী হয়নি। ৭ বছর সম্পর্কে থাকার পর কিমকে ছেড়ে সিকিম রাজবংশের মেয়ে গাওয়াকে বিয়ে করে নেন ড্যানি।

বলিউড,বিনোদন,গসিপ,সত্যকিম,মিঠুন চক্রবর্তী,ড্যানি ডেনজংপা,বলিউডের প্রথম ১০০ কোটির ছবি,সত্যকিম ড্যানি জেনজংপা সম্পর্ক,Bollywood,Entertainment,Gossip,Satyakim,Mithun Chakraborty,Bollywood First 100 Crore Movie,Satyakim Yashpal Was The First 100 Crores Club Bollywood Actress,First 100 Crores Club Bollywood Actress

বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। ব্যক্তিগত জীবনে তো ভেঙে পড়েনই পাশাপাশি ধস নামে তার কেরিয়ারেও। ১৯৯৩ সালে কিম অভিনয় জগত থেকে দূরে সরে যান। এরপর আর কোনোদিনই ক্যামেরার সামনে দেখা যায়নি তাকে। প্রথম ১০০ কোটির ছবি উপহার দেওয়া সত্যকিম আজ কোথায় তা কেউ জানেনা।

Avatar

Moumita

X