আজকের দিনে দাঁড়িয়ে বলিউডে (Bollywood) অরিজিৎ-র কম্পিটিশন অরিজিৎ (Arijit Singh) নিজেই, একথা বললে খুব একটা অত্যুক্তি হবেনা। একটার পর একটা কাল্ট ক্লাসিক গান উপহার দিয়ে যাচ্ছেন সঙ্গীতপ্রেমীদের। শুধু ভারতেই নয়, বিদেশেও অগণিত শ্রোতা রয়েছে তাঁর। গায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চারও কোনও অন্ত থাকে না। জানেন কি এহেন অরিজিৎ-র গিটারে যে নাম লেখা থাকে সেই নাম কাদের?
প্রসঙ্গত উল্লেখ্য, অরিজিৎ এমন একজন মানুষ যিনি যার জগৎজোড়া খ্যাতি থাকলেও তার মধ্যে কোনো তারকাসুলভ আচরণ নেই। তিনি একেবারেই সাধারণ মানুষের মত থাকতে ভালোবাসেন। না কোনো জেট, না কোনো প্লেন, এতবড় তারকা হয়েও সাধারণ মানুষের মত ট্রেনে যাতায়াত করেন অরিজিৎ।
আসলে গানপাগল এই মানুষটা সবসময় ভক্তদের ধরাছোঁয়ার মধ্যেই থাকতে চেয়েছেন। আর অরিজিতের এই ‘মাটির মানুষ’ সুলভ ব্যবহার বারবার মুগ্ধ করেছে সকলকে। সেই কারণেই তো আট থেকে আশি সকলেই পাগল অরিজিৎ-র জন্য। তো এহেন তারকার হাতের গিটারে খোদাই করা ঝিলিক, ঝোরা বা মিঠি-এর মতো নামগুলো দেখেছেন। কেন গিটারে এগুলো লেখেন জিয়াগঞ্জে বড় হয়ে ওঠা ছেলেটা?
এই প্রসঙ্গে অরাজিৎ-র গিটারিস্টের কাছে খোঁজ নিতে গেলে মেলেনি কোন সদুত্তর। তবে গায়কের ঘনিষ্ঠ সূত্রের দাবি, একপ্রকার ভালোবেসেই নিজের অ্যাকোয়াস্টিক গিটারগুলির এক-একটি নাম রাখেন তিনি। আর সেটাই লিখে রাখেন গিটারে। যদিও কোন গিটারের উপর কী নাম খোদাই করবেন সেটা একমাত্র অরিজিৎ-ই জানেন। এবং এর নেপথ্য কারণও তিনিই জানেন কেবল।
সে যাই হোক, জিয়াগঞ্জের এই ছেলেটার সারল্য এমনই যে মুগ্ধ হতেই হয়। তার কনসার্টের জন্য টিকিটের দাম যাই হোক না কেন, কমতি থাকেনা শ্রোতার। মাসখানেক আগেই তিনি শিলিগুড়ি পৌঁছেছিলেন স্লিপার ক্লাসে। ছিলনা আহামরি কোন নিরাপত্তার ঘেরাটোপ। হাসিমুখে সেলফি তুললেন সাধারণ মানুষের ভিড়ে।