World's Biggest Banyan Tree

Papiya Paul

Worlds Biggest Banyan Tree: বিশ্বের সবথেকে বড় বটগাছ রয়েছে বাংলায়! কোথায় আছে জানেন? জানলে দেখতে যাবেন

নিউজশর্ট ডেস্কঃ আমাদের রাজ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি গোটা বিশ্বের মধ্যে রেকর্ড গড়েছে। এমনই একটি রেকর্ড গড়েছে বটগাছ। বিশ্বের সবথেকে বড় বটগাছের(Worlds Biggest Banyan Tree) রেকর্ড গড়েছে এটি। এই বটগাছ কোথায় রয়েছে জানেন? আপনারা জানলে অবাক হবেন বিশ্বের সবচেয়ে বড় বটগাছ হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে রয়েছে।

   

এই বোটানিক্যাল গার্ডেনে নানা রকমের গাছ রয়েছে। যেমন- শাল, সেগুন, শিমুল, বট, অশত্থ, মেহগনি আরো নানান নামিদামি গাছ এই বোটানিক্যাল গার্ডেনে আছে। তবে এই সমস্ত গাছগুলো ছাড়াও এই গার্ডেনে রয়েছে ২৫০ বছরেরও বেশি পুরনো বিশাল এই বটগাছ। এই বটগাছ ইতিহাস বহন করে রেখেছে। অনেকে বলেন যে একটি খেজুর গাছের মাথায় এই বটগাছটির একটি বীজ পড়ে। এরপর সেই খেজুর গাছের ওপরেই এই বটগাছটি জন্ম নেয়।

এরপর সেখান থেকে বেড়ে উঠতে উঠতে বিশাল আকার ধারণ করে। এরপরে বট গাছের শাখা প্রশাখা আর এত ঝুড়ির মধ্যে ফাঁস লেগে মারা যায় খেজুর গাছটি। এখন এই বটগাছটি প্রায় ৫ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। এই বট গাছের নিচে কয়েকশো ঝুড়ি নিয়ে বিরাট আকার ধারণ করেছে। বোটানিক্যাল গার্ডেন রানী ভিক্টোরিয়ার শাসনকালে নাম রাখা হয়েছিল রয়েল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এরপর ১৯৬৩ সালে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নাম রাখা হয়।

আরও পড়ুন: Business Idea: একঘেয়ে চাকরি ছেড়ে শুরু করতে পারেন এই ব্যবসা, মাসের রোজগার গুণে শেষ হবে না

তারপর আবার ২০০৯ সালে এই গার্ডেনের নাম পাল্টে কিংবদন্তি বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে নাম রাখা হয় আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। এখন এই গার্ডেনটি ভারত সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। বহু বছর ধরে এই বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম গার্ডেনের শিরোপা পেয়েছে।

বর্তমানে এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় ১৪০০ প্রজাতির ১৭,০০০ গাছ আছে। এছাড়া বিরল প্রজাতির গাছ গাছড়া রয়েছে। এছাড়া আছে ম্যাগনোলিয়া, রডোডেনড্রন এবং আলপাইনের মতো বিচিত্র গাছ। এই বটবৃক্ষের বয়স কত? হিসেব বলছে প্রায় আড়াইশো বছর বয়স হয়েছে এই গাছের। এই গাছটি ১৫.৫ মিটার। এই গাছের পরিধি ৪৮৬ মিটার এবং ৩.৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই গাছটি ২৪.৫ মিটার লম্বা।