Papiya Paul

প্রবাসে বসন্তের ছোঁয়া, বিদেশের মাটিতে রঙের উৎসবে মাতলেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী

বাঙালি মানেই বারো মাসে তেরো পর্ব। একের পর এক উৎসব-অনুষ্ঠানে মেতে থাকেন বাঙালিরা। আর এইসব অনুষ্ঠানের জন্য বাঙ্গালীদের পরিচিতি ও সব জায়গায়। ঠিক যেমন বিদেশের মাটিতেও অনেক সময় বাঙালির নানা জয়ের কাহিনী শুনতে দেখা যায়। এবার সুদূর লন্ডনে হয়েছে বাঙালির জনপ্রিয় উৎসব বসন্ত উৎসব। আর এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী(Dona Ganguly)।

   

বাংলার দাদা সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোন গাঙ্গুলীও বিদেশের মাটিতেও বাঙালী সংস্কৃতিকে রাঙিয়ে দিয়েছে। লন্ডনের নেহেরু সেন্টারে অর্থাৎ লন্ডনের দ্য হাই কমিশন অফ ইন্ডিয়াতে বসন্ত উৎসব পালন করা হয়েছে। লন্ডনের মাটিতে থাকা নিজেদের ছাত্র-ছাত্রী ছাড়াও অন্যান্য বাঙ্গালীদের নিয়ে এসেছিলেন ডোনা গাঙ্গুলী। এই অনুষ্ঠানে ট্রফিটিওনাল রাগাশ্রয়ী গানের সাথে দোলের জন্য জনপ্রিয় কিছু গানেও নৃত্য প্রদর্শন করা হয়েছে।

এর সাথেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘পিয়া সঙ্গ খেলো হোলি’, ‘কাহে ছেড়ে আর মোহে রঙ্গ দো লাল এর কোলাজ’, ‘বসন্ত পল্লবী’, থেকে শুরু করে হিন্দি গানের নাচের প্রদর্শনী হয়েছে। এই অনুষ্ঠান সম্পর্কে ডোনা বলেছেন, ‘লন্ডনে আমার বেশ কিছু ছাত্র-ছাত্রী রয়েছে। যখন কলকাতায় থাকি তখন অনলাইনে ওদের ক্লাস করাই। তাছাড়া অনেক প্রাক্তন ছাত্র ছাত্রীরা বিদেশে থাকে। সে সমস্ত ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আসলে নাচ আমাদের কাছে একটা প্যাশন ও ভালোলাগার জিনিস। লন্ডনের নেহেরু সেন্টারের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। যেটা করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত হয়েছি।’