একটি নয়, দু’ টো AC লোকাল দৌড়োবে শিয়ালদা থেকে! দেখে নিন ভাড়ার লিস্ট

Double AC Local

একটি নয়, দু’ টো AC লোকাল দৌড়োবে শিয়ালদা থেকে! দেখে নিন ভাড়ার লিস্ট

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: এই গরমের দিনে অফিস যাচ্ছেন! ভাবছেন যে যদি কম পয়সায় এসির হাওয়া খেতে খেতে অফিস যাওয়া যেত (Double AC Local)! তাহলে সেই দিন আগত আপনার। খুশি হয়ে যান। একটি নয়, দুই এসি লোকাল নিয়ে আসছে শিয়ালদা ডিভিশন। ভাড়া খুব কম। আপনার ভাবতেও অবাক লাগবে জানলে।

সূত্রের খবর, শিয়ালদা বিভাগের দুটি এসি লোকাল ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে প্রস্তুত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ট্রেনটি ভালো অবস্থায় আছে কিনা, তা নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আর সবকিছু পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী চললে আর চিন্তা নেই। খুব শীঘ্রই এসি লোকাল ট্রেন চালু করা হবে শিয়ালদহ ডিভিশনে। এই গরমের মধ্যেই আসতে পারে সেই দিন।

এই এসি ট্রেনের ভাড়া কত হবে?

শিয়ালদা লাইনে খুব শীঘ্রই চালু হতে চলেছে জোড়া এসি লোকাল ট্রেন। ইতিমধ্যেই রেল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে ঠিকই, কিন্তু ভাড়া কত হবে, তা নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন অনেকেই। চলুন ভাড়ার তালিকা দেখে নেওয়া যাক!

  • ০-১০ কিমি দূরত্বে: ৪০ টাকা
  • ১১-২০ কিমি দূরত্বে: ৬০ টাকা
  • ২১-৩০ কিমি দূরত্বে: ৮০ টাকা
  • ৩১-৪০ কিমি দূরত্বে: ১০০ টাকা
  • ৪১-৫০ কিমি দূরত্বে: ১২০ টাকা
  • ৫১-৬০ কিমি দূরত্বে: ১৩৫ টাকা
  • ৬১-৭০ কিমি দূরত্বে: ১৪৫ টাকা
  • ৭১-৮০ কিমি দূরত্বে: ১৫৫ টাকা
  • ৮১-৯০ কিমি দূরত্বে: ১৬৫ টাকা
  • ৯১-১০০ কিমি দূরত্বে: ১৮০ টাকা

যদিও লোকাল ট্রেনের তুলনায় ভাড়া অনেকটাই। কিন্তু পরিষেবার কথা ভেবে এই ভাড়া দিয়ে টিকিট কাটার কথা বিবেচনা করাই যায় বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: বাংলায় তৈরি হবে আরও এক নতুন রেলপথ, জনস্বার্থ মামলার রায়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, এসি লোকাল ট্রেনের সুত্রপাত মুম্বাই থেকেই। এখন দক্ষিণ ভারতেও তার রমরমা বিশাল। সবই গরমের জ্বালা জুড়োনোর জন্য। সম্প্রতি, যেমন দক্ষিণ রেলওয়ের চেন্নাই বিভাগে প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন চালু করা হল। চেন্নাই সমুদ্রসৈকত থেকে চেঙ্গালপাট্টু রুটে এই ট্রেন পরিষেবা দিচ্ছে। একই ট্রেন এবার বাংলায় গতি পাবে। যদিও আপাতত শিয়ালদায় ডবল এসি লোকাল ট্রেন চালানো হবে। পরে যাত্রীদের চাহিদা বাড়লে, সংখ্যা বাড়ানো হতে পারে।

সঙ্গে থাকুন ➥