Papiya Paul

বাইরের দেশে এক বোতল জল কিনলে পকেট হবে ফাঁকা, জলের দামে ভারত কত নম্বরে জানেন?

নিউজশর্ট ডেস্কঃ কথায় আছে, জল(Water) মানেই জীবন। জল ছাড়া প্রাণ ধারণ করা এক কথায় অসম্ভব। সেই কারনে জল জীবনযাপনের জন্য একদম প্রাথমিক প্রয়োজনের তালিকায় রাখা হয়। কিন্তু জানেন কি অনেক দেশে এই জল কিনতে গিয়েই আপনাদের পকেট হবে খালি। জলের দামে জল পাওয়া যায় এটা ভাবলে আপনি বড় ভুল করবেন। সারা পৃথিবীতেই ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন দামে বিক্রি হয় এই বোতলজাত জল। অনেক দেশেই এই পানীয়ের দাম ছড়ায় হাজারেরও গণ্ডি। কিন্তু জানেন কি কোন দেশে এই জলের বোতল কত দামে(Drinking Water Bottle Price) কিনতে হয় ? ভারতই বা কত নম্বরের এই তালিকায় !

   

এই পানীয় জল সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যায় numbeo.com নামক একটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে জীবনযাত্রার পণ্যের মূল্যের রিয়েলটাইম খরচের হিসেব পাওয়া যায়। আর ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি পানীয় জল পাওয়া যায় সুইজারল্যান্ডে। এবারে এই প্রতিবেদনে জেনে নেব এই স্থানগুলি সম্পর্কে।

• এই লিস্টে প্রথমেই উঠে আসে সুইজারল্যান্ডের নাম।
এখানে ৩৩০ মিলি ছোট জলের বোতলের দাম দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৭.০৯ টাকা। অর্থাৎ এই স্থানে ১ লিটার জলের দাম ১০০০ টাকারও বেশি।

• দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের লুক্সেমবার্গে, যেখানে একটি ৩৩০ মিলি জলের বোতলের দাম ২৫৪.১৪ টাকা।

• তৃতীয়তে রয়েছে ডেনমার্ক৷ সেখানে একটি ৩৩০ মিলি জলের বোতলের জন্য খরচ করতে হয় ২৩৭.২৪ টাকায়।

•তালিকার চতুর্থ স্থানে রয়েছে জার্মানি৷ এখানে একটি ৩৩০ মিলি জলের বোতলের মূল্য ২০৭.৩৬ টাকা।

•তালিকার পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রিয়া, এখানে প্রতি বোতল পিছু আপনাকে খরচ করতে হবে ২০৫.৮০ টাকায় ৷

• ছয় নম্বরে রয়েছে নরওয়ে। এখানে একটি ৩৩০ মিলির জলের বোতলের দাম ২০৫.৬০ টাকা।

• সপ্তমে ও অষ্টমে রয়েছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। বেলজিয়ামে জলের বোতলের দাম ১৯৯.২৪ টাকা ও নেদারল্যান্ডসে একটি ৩৩০ মিলি জলের বোতলের দাম ১৮৮.৫১ টাকা।

• নবম ও দশম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ফ্রান্স। এই অস্ট্রেলিয়ায় জলের বোতলের দাম ১৭৫.৫৫ টাকা৷

• তালিকার দশে রয়েছে ফ্রান্স ৷ সেখানে একটি ৩৩০ মিলি জলের বোতলের ১৬২.০১ টাকা৷

১০০ দেশের এই তালিকায় ভারতের স্থান সত্যি অবিশ্বাস্য। এই ১০০ দেশের তালিকায় ভারত রয়েছে ৯৫তম স্থানে। এখানে ৩৩০ মিলি জলের বোতলের দাম ১৬.০১ টাকা। অর্থাৎ এক কথায় ভারতে জল সত্যি সহজলভ্য।