আগামীকাল কতক্ষণ খোলা মদের দোকান? সুরাপ্রেমীদের সুখবর দিল আবগারি দফতর

How long Liquor Shops will stay open on Holi Dry Day

আগামীকাল কতক্ষণ খোলা মদের দোকান? সুরাপ্রেমীদের সুখবর দিল আবগারি দফতর

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাত পোহালেই রঙের উৎসব দোল। এই দিনে একদিকে যেমন রং খেলতে নামেন আট থেকে আশি সকলে তেমনি অনেকেই মদ্যপানও করেন। কিন্তু মুশকিল হল দোলের দিন ড্ৰাই ডে (Dry Day) ঘোষণা হওয়ার দরুন, কতক্ষণ মদের দোকান খোলা থাকবে সেটা নিয়ে বেশ কনফিউজড অনেকেই। চলুন আজকের প্রতিবেদনে জেনে জেওয়া যাক আবগারি দফতরের নিয়ম অন্যকেই কতক্ষণ খোলা থাকবে দোকান?

দোলের দিনে কতক্ষণ খোলা থাকবে মদের দোকান?

আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই মদের দোকানগুলিতে ভিড় চোখে পড়ার মত। কারণ অনেকেই কাল কিনতে পারবেন কি না সেই ভেবে আগে থেকেই নিজের পছন্দ মত মদ কিনে স্টক করে নিতে চান। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি কালও কিন্তু দোকান খোলা থাকবে। যদিও সারাদিন খোলা থাকবে না।

ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মদের দোকানগুলিতে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার দোলের দিনে হাফ ডে খোলা থাকবে দোকান। তাই যদি কেউ কাল সকালে মদ কেনার প্ল্যান করে থাকনে সে দুপুরের আগে গিয়ে দোকান থেকে নিজের পছন্দের সূরা কিনতেই পারবেন।

কি বলছে আবগারি দফতরের নিয়ম?

আবগারি দফতরের নিয়ম অনুযায়ী আগামীকাল অর্থাৎ হোলির দিনে দুপুর দুটো পর্যন্ত মদের দোকান খেলা থাকবে। তবে এরপর আর দোকান খোলা থাকবে না। তাছাড়া আজ অর্থাৎ বৃহস্পতিবারও রাত্রি ১০টা বাজলে দোকান বন্ধ করে দিতে হবে। এই কারণেই বিকেল থেকেই চোখে পড়ার মত ভিড় জমেছে রাজ্যের বিভিন্ন এলাকার মদের দোকানগুলিতে।

আরও পড়ুনঃ নিত্যযাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই চালু হবে দুটি নতুন স্টেশন, নাম ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ

প্রসঙ্গত, আবগারি দফতরের তরফ থেকে মোদের দোকান কবে খোলা থাকবে ও কবে খোলা থাকবে না সেটা নিয়ন্ত্রণ করা হয়। নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গে সারা বছরে ৪ দিন সম্পূর্ণ ড্রাই ডে থাকে অর্থাৎ মদের দোকান সারাদিন বন্ধ থাকে। কবে কবে? উত্তর জল ২৬শে জানুয়ারি, ১৫ অগাস্ট, ২রা অগাস্ট ও মহরম উপলক্ষে।

সঙ্গে থাকুন ➥