Business Idea

Papiya Paul

Business Idea: নামমাত্র পুঁজিতে খুলে ফেলুন চায়ের দোকান, আয় হবে চাকরির থেকে বেশি, মানতে হবে এই স্ট্র্যাটেজি

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে বহু মানুষ এই ব্যবসার দিকে বেশি ঝুঁকছেন। অল্প পুঁজির মাধ্যমে কোন ব্যবসার শুরু করতে পারলে সেই ব্যবসা থেকে মোটা টাকা লাভ করা সম্ভব হয়। তবে সেক্ষেত্রে ব্যবসা শুরু করার আগে উপযুক্ত বিচার বিবেচনা করে তবে ব্যবসাতে নামা উচিত। নাহলে লাভের বদলে উল্টে লোকসান হবে। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমন একটি বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে জানাবো। যে ব্যবসা করে মোটা টাকা রোজগার করা যায়।

   

এই ব্যবসা হল চায়ের দোকানের। বর্তমান সময়ে তরুণ প্রজন্মরা চায়ের দোকান খুলে মোটা টাকা উপার্জন করছেন। এই চায়ের দোকানের মধ্যে অনেক রকমের ইউনিকনেস রয়েছে। সবার থেকে একটু হলেও আলাদা করতে পারলে, সেই চায়ের দোকানে রমরমা চাহিদা রয়েছে। এমনই একজন যা ব্যবসায়ী হলেন অভীক মন্ডল। যিনি বলেছেন যে চায়ের দোকান খুলে মোটা টাকা উপার্জন করা যায়। কিন্তু তার জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন। এর সাথে ব্যবস্থাপনা প্রয়োজন।

এর পাশাপাশি অভিনব কিছু ছোঁয়া দিতে পারলেই কেল্লাফতে। তিনি জানিয়েছেন যে ব্যবসার শুরু করার জন্য প্রথমে বেশি বিনিয়োগ করা উচিত নয়, একদম খুব প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করতে হবে। এরপর দোকানের এমন ইউনিক নাম দিতে হবে, যেটা সহজেই মন জিতে নেয় ক্রেতাদের। এর সাথেই দোকানের জায়গাও সঠিক নির্বাচন করতে হবে। এমন জায়গায় চায়ের দোকান খুলতে হবে যেটা কোন রাস্তার মোড়, বাসস্ট্যান্ড অথবা কোন জমজমাটি এলাকা।

cha

আরও পড়ুন: Business Idea: পুঁজি লাগবে ১০ হাজারের কম, এই ব্যবসায় রোজগার হবে সরকারি চাকরির থেকেও বেশি

এছাড়া দোকান খোলা অথবা বন্ধ করার সময় নির্দিষ্ট রাখতে হবে। এর সাথেই প্রত্যেকদিন চায়ের স্বাদ যেন একই রকমের হয় সেদিকেও বিশেষ যত্ন নিতে হবে। এখনকার দিনের মানুষেরা মাটির ভাঁড়ে চা খেতে পছন্দ করেন। তাই চা দেওয়ার ক্ষেত্রে মাটির ভাঁড়ের ব্যবহার করতে পারলে ক্রেতাদের সহজে কাছে টানা যাবে। এর পাশাপাশি একটু কড়া এবং মোটা চা করতে পারলে ক্রেতাদের মন জয় করা যায়।

ঠিক জায়গা যদি বেছে নেওয়া যায় এবং সে ক্ষেত্রে চায়ের দোকান খুলতে মোট ১৫ হাজার টাকার মত খরচ হতে পারে। আর অপরদিকে ক্রেতাদের মন যদি জিতে নেওয়া যায় এবং পরিচিতি যদি বাড়তে থাকে তাহলে প্রত্যেকদিন ১৫০০ থেকে ২০০০ টাকা উপার্জন করা যায়।