Metro

anita

Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর মুকুটে ফের নতুন পালক! এক মেট্রোতেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, হাওড়া!

নিউজ শর্ট ডেস্ক: গত মাসেই কলকাতা বাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটতে শুরু করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro)। বহু প্রতীক্ষিত এই মেট্রো পরিষেবা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন গোটা শহরবাসী।

   

আর সেই বিশেষ মুহূর্ত কেউ করে রেখেছেন ক্যামেরাবন্দি আবার কেউ ভিডিও করে ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ১৫ ই মার্চ এই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার চালু হওয়ার পর থেকেই প্রতিনিয়ত কৌতুহল বাড়ছে সাধারণ মানুষের।

সেইসঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে যাত্রীদের সংখ্যাও। প্রসঙ্গত  হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটটি চালু হওয়ার পর থেকেই শহরবাসী কলকাতা মেট্রোর পরিবহন ব্যবস্থায় এসেছে নতুন গতি।

কলকাতা মেট্রো,Kolkata Metro,ইস্ট-ওয়েস্ট মেট্রো,East West Metro,শিয়ালদহ,Sealdah,এসপ্লানেড,Esplanade,নির্মাণ কাজ,Construction,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে, প্রত্যেক দিন প্রায় সাড়ে চার লক্ষ যাত্রী ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-হাওড়া ময়দান থেকে উত্তর-দক্ষিণ লাইনের বিভিন্ন স্টেশনে যাতায়াত করে থাকেন। তবে এরই মাঝে প্রকাশ্যে এল শিয়ালদহ (Sealdah) এবং এসপ্লানেডের (Esplanade) মেট্রো পরিষেবার কাজ নিয়ে একটি বড় সড় আপডেট।

আরও পড়ুন: পাহাড় প্রেমীদের পোয়া বারো! সিকিম রেল প্রোজেক্টে বড় সাফল্য, কবে শেষ হবে কাজ?

জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নতুন সংযোগকারী মেট্রোর সুড়ঙ্গের নির্মাণের কাজ শুরু হয়েছে। যা শুনে বেজায় খুশি মেট্রো প্রেমীরাও। সোমবার থেকে শুরু হয়েছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের নীচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদহ সেকশনের ক্রস প্যাসেজের নির্মাণ কাজ।

কলকাতা মেট্রো,Kolkata Metro,ইস্ট-ওয়েস্ট মেট্রো,East West Metro,শিয়ালদহ,Sealdah,এসপ্লানেড,Esplanade,নির্মাণ কাজ,Construction,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে জানা যাচ্ছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো রান আগামী বছরের ফেব্রুয়ারির আগে চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে পুরো ১৬.৬ কিলোমিটার অবধি কাজ চলবে আসন্ন এই পুজো পর্যন্ত। অন্যদিকে  মেট্রোর কাজ চলাকালীন যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ওই এলাকার একটি ব্যবসায়িক বহুতল ফাঁকা করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।