ট্রেনের কায়দায় মেট্রোয় চালু ‘আপ-ডাউন’! কবে থেকে?

East-West Metro

ট্রেনের কায়দায় মেট্রোয় চালু ‘আপ-ডাউন’! কবে থেকে?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: যাত্রী পরিষেবা শীঘ্রই চালু করবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro)। এই মুহূর্তে সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া রুটে বিক্ষিপ্তভাবে মেট্রো চলছে, এবার পুরো পরিষেবার পালা। প্রথমেই বলে রাখি, যাত্রী পরিষেবা চালুর অন্যতম শর্ত হল অগ্নিসুরক্ষা। এই অংশের জন্য ছাড়পত্র এসে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগ ক্ষতিগ্রস্ত টানেলের বিপজ্জনক অংশে যাত্রীবোঝাই মেট্রো চালানোর অনুমতি দিয়েছে, সবটাই দেখে শুনে। রুটের পরিকল্পনাও প্রায় প্রস্তুত। তারই মাঝে ট্রেনের মতো নতুন নিয়ম নিয়ে হাজির মেট্রো কর্তৃপক্ষ।

ট্রেনের কোন নিয়ম চালু হচ্ছে মেট্রোতেও?

সল্টলেক সেক্টর ফাইভ গামী মেট্রো পরিষেবা এতদিন পরিচিত ছিল ‘পূর্বমুখী’ হিসাবে। হাওড়া ময়দানগামী পরিষেবা ‘পশ্চিমমুখী’ হিসেবে পরিচিত ছিল। এবার সরকারিভাবে সেই নামে বদল আনতে চলেছে কর্তৃপক্ষ। লোকাল ট্রেনের মতো করে ‘আপ’ ও ‘ডাউন’ বলে পরিচিত হবে এই পরিষেবা। ২১ এপ্রিল বিজ্ঞপ্তিও জারি করেছে রেল।

আরও পড়ুন: পুরো ৩ দিন বন্ধ থাকবে কলকাতা মেট্রো! কবে? কী কারণ?

  1. হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়া মেট্রো রেক ‘আপ’ নাম নিয়ে পরিচিত হবে।
  2. সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়া মেট্রো রেক ‘ডাউন’ হিসেবে পরিচিত হবে।

বউবাজার হয়েই ছুটবে মেট্রো

সল্টলেক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে হাওড়া ময়দান যাবে না, বউবাজার দিয়েই ছুটবে মেট্রো। তবে, ২০১৯ ও ২০২২ সালে ঘটে যায় চরম দিনের আর সাক্ষী হতে হবে না। ইতিমধ্যেই টানেল মেরামত করে অসাধ্য সাধন করেছেন একদল বাঙালি ইঞ্জিনিয়ার। কেএমআরসিএল এবং নির্মাণকারী সংস্থা আইটিডি সিমেনট্রেশনের দক্ষ ইঞ্জিনিয়াররা এখন জানিয়ে দিয়েছেন, ১২০ বছরের জন্য টানেল প্রস্তুত।

জানা গিয়েছে, এই রবিবার শিয়ালদা-এসপ্ল্যানেড রুটের অসম্পূর্ণ অংশের ফাইনাল ভিজিট করবেন কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)। তাই শনি, রবি ও সোম টানা ৩ দিন ইস্ট-ওয়েস্ট জোড়া রুটে মেট্রো চলবে না বলেই জানা গিয়েছে। তবে, সিআরএস ভিজিট করে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই যাত্রী চলাচল শুরু হয়ে যাবে এই লাইন দিয়ে। দিনক্ষণ জানা বাকি যদিও।

সঙ্গে থাকুন ➥