শিয়ালদায় মহিলা কামরার সংখ্যা নিয়ে বড় সিদ্ধান্ত, কী ঘোষণা করল পূর্ব রেল?

Eastern Railways

শিয়ালদায় মহিলা কামরার সংখ্যা নিয়ে বড় সিদ্ধান্ত, কী ঘোষণা করল পূর্ব রেল?

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমবে। মহিলা কামরা বাড়বে (Eastern Railways)। এদিকে এমন অনেক মহিলা আছেন, যাঁরা নিজ নিজ পুরুষ সঙ্গীদের জন্য, কিংবা অন্য যে কোনও কারণে লেডিজ কামরা ছেড়ে জেনারেল কামড়ায় ওঠেন। সেক্ষেত্রে জেনারেল কামরায় আরও ভিড় বেড়ে যায়। এমন সময় জেনারেল কামরা কমিয়ে লেডিজ কামরা বাড়ানো হয়, তাহলে অসুবিধা বাড়বে পুরুষ যাত্রীদের। এই কারণে রেগে কাঁই অনেকেই। জানিয়েছেন প্রতিবাদও।

অসুবিধা হচ্ছে নিত্য যারা যাতায়াত করেন তাঁদের। অভিযোগ তুলে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন নিত্যযাত্রীদের একাংশ। গত বুধ এবং বৃহস্পতিবার চলেছে জোর বিক্ষোভ। হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে অবিলম্বে রেল কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না করলে লাগাতার আন্দোলন হবে। কিন্তু পূর্ব রেল নিজ সিদ্ধান্তে অটল।

আরও পড়ুন: শিয়ালদার মতো হাওড়া লাইনে মহিলাদের জন্য মিলবে দুর্দান্ত ব্যবস্থা! প্রস্তাব গেল রেলের কাছে

মহিলাদের সুরক্ষার কথা ভেবেই রেলের দাবি যে মহিলাদের জন্য সংরক্ষিত কামরার সংখ্যা বাড়ানো হবে। এ সিদ্ধান্ত প্রত্যাহার হবে না। এ প্রসঙ্গে, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংখ্যা দুই থেকে তিনটি করার কথা ভাবা হয়। এ সিদ্ধান্ত তোলা হবে না। কারণ লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে জানিয়েছে রেল।

পুরুষ যাত্রীদের কথাও ভাবা হবে

মহিলাদের সংখ্যা বেড়েছে। ট্রেনে উঠতে অসুবিধা হয়। সে বিষয়টা আগেই নজর টানে রেলের। তাই মহিলাদের সুরক্ষার তাগিদেই এই সিদ্ধান্ত। তবে এ ক্ষেত্রে পুরুষ যাত্রীদেরও যাতে কোনোরকম অসুবিধা না হয়, যাতে তাঁরাও নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছোতে পারেন। সেদিকেও রাখা হচ্ছে খেয়াল। তার জন্য মাতৃভূমি লোকালে মহিলাদের কেমন ভিড় হয়, তা নজরে রাখবে রেল। এরপর প্রয়োজনে সুযোগ খুঁজে ওই একই ট্রেনে কয়েকটি কামরা জেনারেল করে ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

সঙ্গে থাকুন ➥