পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায়ে ২৫,৭৫৩ চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ফলে অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছে। ইতিমধ্যেই এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনে। এরই মাঝে এল বড় খবর, SSC দুর্নীতি মামলায় ফের ৫৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
এসএসসি দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত আরও ৫৬ কোটি
আজ অর্থাৎ বুধবার দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রসন্ন কুমার রায় ও তার সহযোগীদের কোম্পানির নামে থাকা ৫৬.৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল যদি। এর মধ্যে জমি থেকে শুরু করে, বাড়ি এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। এই নিয়ে মোট ৬০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হল এসএসসি গ্রূপ-সি ও গ্রূপ-ডি মামলায়।
ED, Kolkata Zonal Office has provisionally attached immovable properties i.e., land parcels, commercial spaces, Flats and Villas worth Rs. 56.50 Crore, in the SSC Scam (Group C & D Staff) of West Bengal, held in the name of the companies/LLPs of Prasanna Kumar Roy and his…
— ED (@dir_ed) April 23, 2025
দুর্নীতি মামলায় মোট বাজেয়াপ্ত ৬০৯ কোটি!
এর আগেও গ্রূপ সি ও গ্রূপ ডি কর্মী নিয়োগ জালিয়াতির মামলায় প্রসন্ন কুমার রায় ও চন্দন মন্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযোগ চন্দন মেন এজেন্ট হিসাবে কাজ করতেন ও প্রসন্ন প্রার্থীদের থেকে টাকা নিয়ে মধ্যস্থতার কাজ করতেন। মোট ১৬৩.৬৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তাদের থেকে।
এখানেই শেষ নয়, সহকারী শিক্ষক নিয়োগ জালিয়াতি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলাতেও ইডির তরফ থেকে বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক মামলায় ২৩৮.৭৮ কোটি ও প্রাথমিকের মামলায় ১৫১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এই সব মিলিয়ে মোট ৬০৯ কোটির সম্পত্তি সিজ হয়েছে ED এর দ্বারা। তবে এখনও তদন্ত চলছে।
আরও পড়ুনঃ PPF অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সুখবর! ফ্রি করে দেওয়া হল এই পরিষেবা
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা সুপ্রিম কোর্টের আদেশে চাকরি চলে গিয়েছে বলে প্রতিবাদ করছেন তাদের কাজে ফিরতে বলেন। তিনি আশ্বাস দেন, সরকার তাদের বেতন দেবে। তাছাড়া নতুন করে রিভিউ পিটিশন করা হবে তাই বিশ্বাস রাখার অনুরোধ করা হয়েছে।