গ্রামে ইন্টারনেট নেই, সারাদিন গ্রামে ঘুরে ঘুরে ছেলেমেয়েদের পড়াচ্ছেন একা শিক্ষক

লকডাউনে বন্ধ হয়েছে স্কুল কলেজ। সেই সঙ্গে বিঘ্ন ঘটেছে পড়াশুনার। চালু হয়েছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। কিন্তু ভারতের বহু জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট তো দুর ফোনে কথা বলার জন্য নেটওয়ার্কই পাওয়া যায় না ভালো করে। সিকিমের বহু কৃষক গ্রামের ছবি এমনই। ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন বহু শিক্ষক। যেমন ইন্দ্রমুখী ছেত্রী। রোজ সকাল ৯ টায় দিন শুরু করে গ্রামে গ্রামে পড়াচ্ছেন ছোট ছেলেমেয়েদের। একাধিক বিষয়ে পড়িয়ে মোটের ওপর তৈরি করার চেষ্টা করছেন নিজের পড়ুয়াদের।

Avatar

Koushik Dutta

X