শ্রী ভট্টাচার্য, কলকাতা: এমন বাসও হয়! রাজ্যে বাঙালি হয়ত দেখল এই প্রথমবার। বেশ কয়েকমাস আগে রাজ্যে চালু হয়েছে বায়ো টয়লেট যুক্ত বাস পরিষেবা। তবে, রাজ্যে এই প্রথমবার বায়ো টয়লেট পরিষেবা যুক্ত ভলভো বাস চালু করা হল। বায়ো টয়লেট, প্যান্ট্রি, বিনামূল্যে ওয়াইফাই-সহ আরও একাধিক পরিষেবা পাবেন এই বাসে। বিরাট এই বাস। ঝাঁ চকচকে নতুন মডেলের ভলভো। দেখলেই শান্তি, আর চড়লেই তো শান্তি।
কেমন এই ৮ চাকার ভলভো বাস?
সাধারণত ভলভো বাস হয় ছয় চাকার। তবে মাল্টি-অ্যাক্সেল বাসে আটটি চাকা থাকে। বাসের ভেতরে সিট থেকে শুরু করে আলো, সবেতেই কালো ও লাল রং রয়েছে। আসনের ঠিক মাথার উপরেই রিডিং লাইট, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রয়েছে ইমার্জেন্সি বাটন এবং জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা। বাসের ভেতরে একটি আস্ত একটি ছোট শৌচালয়ও রয়েছে। যাত্রীদের সুবিধার জন্য থাকছে কলিং বাটন, তাও আবার শৌচালয়ে।
আরও পড়ুন: পকেটে ৩০ টাকা থাকলেই পৌঁছে যাবেন দীঘা, জোড়া লোকাল ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল, রইল টাইমটেবিল
এছড়াও বাসের মধ্যে রয়েছে অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ওয়াটার স্প্রিংকলার। আপৎকালীন পরিস্থিতির মোকাবেলায় বাসের ঠিক মাঝামাঝি জায়গার দু’দিকেই গেট রয়েছে। বাসের ভেতরে রয়েছে সিসিটিভি ক্যামেরা, প্রতিটি আসনের সঙ্গে রয়েছে মোবাইল ও ল্যাপটপ চার্জিং ব্যবস্থা। সঙ্গে পাবেন এলইডি টিভি স্ক্রিন, বিনামূল্যে ওয়াইফাই পরিষেবাও। সুইডিশ সংস্থা ভলভো থেকে এই ধরনের ছয়টি সিটার বাস কেনা হয়েছে বলে খবর। প্রতিটি বাসই ‘কাস্টম মেইড’। নিজের মতো করে ফিচার রেখে চালু করা হয়েছে এই বাস। দাম পড়েছে ২ কোটি টাকার বেশি।
প্রসঙ্গত, সব রুটে আপাতত চালু হয়নি এই বাস। কয়েকটি রুটে চালু হয়েছে সবেমাত্র। সম্প্রতি, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। কলকাতা-শিলিগুড়ি রুটে চালু হয়েছে এই বাস পরিষেবা। তবে, দ্রুত রাজ্যের একাধিক রুটে চালু হয়ে যাবে এই অত্যাধুনিক বাস। কলকাতা-পুরী এবং কলকাতা-দীঘা রুটে পরিষেবা শুরু হবে ৷ আরও একাধিক রুটেরও ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।