জিও-কে টেক্কা দিতে সস্তার ইন্টারনেট আনছেন মাস্ক! স্টারলিঙ্ক আসতেই মাথায় হাত মুকেশ আম্বানির

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় টেলিকম বাজারে দীর্ঘদিন ধরে রিলায়েন্স জিওর(Jio) সঙ্গে টক্কর চালিয়ে আসছে এয়ারটেল(Airtel), ভোডাফোন(Vodafone) সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বি টেলিকম সংস্থাগুলি। এবার লড়াই হতে চলেছে কোন ভারতীয় সংস্থার সঙ্গে নয় বরং খোদ এলন মাস্কের(Elon Musk) সঙ্গে। মহাকাশ থেকে তারহীন সংযোগের মাধ্যমে প্রত্যেকের বাড়ি এবার পৌঁছে যাবে ইন্টারনেট। ইতিমধ্যেই এই পরিষেবা ভারত ছাড়া একাধিক দেশে চালু হয়ে গিয়েছে।

আর এবার আর এক প্লেয়ারের আগমনে চাপের মুখে পড়েছে এয়ারটেলও। ভারতে ইন্টারনেট পরিষেবার একটি নতুন যুগের সূচনা করেছে রিলায়েন্স জিও। ভারতের বাজারে সবথেকে বেশি গ্রাহক সংখ্যা এই সংস্থার। একদম সস্তায় গ্রাহকদের ডেটা প্যাক রিচার্জ-এর সুবিধা দেওয়ার ফলে বাজারে এই সংস্থার চাহিদা সবচেয়ে বেশি। এই সংস্থার সঙ্গে লড়াই করে হেরে যাচ্ছে টেলকো, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।

এবার ভারতের বাজারে মুকেশ আম্বানের জনপ্রিয় এই সংস্থাকে টেক্কা দিতে আসছে এলন মাস্কের স্টারলিঙ্ক(Starlink)। এই সংস্থাগুলো তো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে। বিশ্বের সাতটি দেশে ইতিমধ্যেই পরিষেবা চালু করে দিয়েছে এলন মাস্কের এই সংস্থা। এখন শুধুমাত্র ভারতে আসার অপেক্ষা। কেন্দ্র সরকারের অনুমোদন পেলেই ভারতে প্রবেশ করবে এই সংস্থা। আর তাই নতুন প্রতিদ্বন্ধীর সঙ্গে লড়াই চালু করার জন্যই ইতিমধ্যেই আবার নিত্যনতুন পরিষেবা চালু করে দিয়েছে জিও।

ইতিমধ্যেই জিও ফাইবার, জিও এয়ার ফাইবার চালু করে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। এর সাথে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সস্তায় ভালো মানের সার্ভিসও দিচ্ছে জিও। রিলায়েন্স জিও এবং এয়ারটেলের ওয়ানওয়েভ দুই সংস্থা লাইসেন্স ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার দৌড়ে সকলেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে ভারতে যেহেতু এখনো স্টারলিঙ্ক অনুমতি পায়নি তাই জিও এবং এয়ারটেল ওপর গ্রাহকদের ভরসা করতে হবে।

Avatar

Papiya Paul

X