পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি EPFO অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামী মাস অর্থাৎ মে মাস থেকেই বেশ কিছু নিয়মের বদল হচ্ছে। যেটা সমস্ত ইপিএফও গ্রাহকদের উপর পড়বে। কি কি নিয়ম বদলাবে? আর তার ফলে সুবিধা হবে নাকি বাড়বে অসুবিধা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বড় বদল আসন্ন EPFO এর নিয়মে
যেমনটা জানা যাচ্ছে, পিএফ ক্লেইম করার পক্রিয়া আরও শোঃ করতে ডিজিটাল ভেরিফিকেশন ও UAN অ্যাকটিভেশন করার জন্যই পরিবর্তন আসতে চলেছে। এক্ষেত্রে শুরুতেই যেটা বদলাচ্ছে সেটা হল ফেস ফেরিফিকেশন। নতুন নিয়মের দরুণ ফেস ভেরিফিকেশনের মাধ্যমেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার পাওয়া ও সক্রিয় করা যাবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান এই ডিজিটাল মাধ্যমগুলি উপভোক্তাদের আরও দ্রুত ও সহজ পরিষেবা পেতে সাহায্য করবে।
UAN অ্যাকটিভেশন এবার উমঙ্গ অ্যাপের মাধ্যমেই
EPFO সংক্রান্ত তথ্যের জন্য UMANG অ্যাপ চালু রয়েছে। সেখানেই ফেস অথেনটিকেশনের মাধ্যমে UAN তৈরি করা যাবে। এমনকি যাদের UAN থাকলেও সেটা কোনো কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েসে সেটাও সক্রিয় করে নেওয়া যাবে এই অ্যাপের মাধ্যমেই এমনটাই জানা যাচ্ছে EPFO এর তরফ থেকে।
আর বাধ্যতামূলক নয় চেক আপলোড
এখানেই শেষ নয়, পিএফ ক্লেমের সময় অনেককেই ঝক্কি পোহাতে হত কারণ ক্যানসেল চেকের ছবি কিংবা ব্যাঙ্ক পাসবুকের ছবি আপলোড করতে হত। তবে এবার থেকে আর সেটা বাধ্যতামূলক হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য এমপ্লয়ারের অনুমোদনের প্রয়োজন থাকছে না। এই সমস্ত নিয়ম চালু হলে গ্রাহকদের সুবিধা বাড়বে বলেই মনে করা হচ্ছে।