অটোমেটিক পাস হবে ক্লেম, কর্মীদের জন্য বিরাট ঘোষণা করল EPFO

How to reactivate EPFO Accounts online see process

অটোমেটিক পাস হবে ক্লেম, কর্মীদের জন্য বিরাট ঘোষণা করল EPFO

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি প্রাইভেট চাকরি করেন ও কোম্পানির তরফ থেকে EPFO নথিভুক্তকরণ হয়েছে? যদি আপনার মাইনে থেকে প্রতিমাসে পিএফ এর জন্য টাকা কাটা হয় তাহলে এই খবরটি আপনারই জন্য। কারণ EPFO এর থেকে অগ্রিম টাকা তোলা আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে গিয়েছে। হিসেবে মত পিএফের টাকা প্রতিমাসে জমে অবসরের সময় মোটা রিটার্ন দেয়। তবে প্রয়োজন বিশেষে আগেই সেই টাকা তোলা যেতে পারে। আর বর্তমানে অটোমেটিক অ্যাপ্রুভালের জেরে গোটা পক্রিয়া অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

অটোমেটিক পাশ হচ্ছে EPF এর অ্যাডভান্স ক্লেম

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, শোভা কারান্দলাজে লোকসভায় দেওয়া একটি লিখিত বয়ানের মাধ্যমে জানিয়েছেন, ১ লক্ষ টাকা পর্যন্ত উইথড্রলের ক্ষেত্রে আলাদা করে  অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন হচ্ছে না। লিমিট বাড়িয়ে দেওয়ার ফলে আগামী দিনে প্রয়োজনের সময় টাকা তুলতে হলে সেটা খুব সহজেই পাস হয়ে অ্যাকাউন্টে ঢুকে যাবে। মূলত চিকিৎসা, বাড়ি তৈরি বা মেরামত, পড়াশোনা ও বিয়ের জন্য আবেদন করা হলে এই আবেদন অটোমেটিক পাস হয়ে যাবে বলেই জানানো হচ্ছে। আগে যেখানে এক সপ্তাহ বা তারও বেশি দিন লাগত সেখানে এখন মাত্র ৩ দিনেই ক্লেম পাস হচ্ছে।

কর্মীরা নিজেরাই করতে পারবে ভুল সংশোধন

EPFO এর তরফ থেকে নতুন করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে সসদ্যরা নিজেরাই কোনো তথ্য ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন। এখন আধার ও ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার লিংক হওয়ার ফলে আলাদা করে ইপিএফও থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে না। বর্তমানে ৯৬% ভুল সদস্যরা নিজেরাই সংশোধন করছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ মাসে ৯০০০ টাকা পেনশন পাবেন বেসরকারি কর্মীরাও! কবে থাকে চালু? মিলল আপডেট

অনলাইনেই আসছে ৯৯% টাকা তোলার আবেদন

যে ভাবে সমস্ত পদ্ধতির ডিজিটালাইজেশন হয়েছে তাতে আগের তুলনায় অনেকটাই ঝামেলা কমে গিয়েছে। আগে যেখানে টাকা তোলার আবেদনের জন্য অফিসে দৌড়াদৌড়ি করতে হত, এখন তার কিছুই নেই। হাতে থাকা স্মার্টফোন দিয়েই সমস্ত কাজ মিটে যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী মার্চের শুরু অবধি প্রায় ৭.১৪ কোটি ক্লেম অনলাইনের মাধ্যমে ফাইল হয়েছে যা মোট আবেদনের ৯ ৯%।

সঙ্গে থাকুন ➥