৭৫ লক্ষ কর্মীদের জন্য সুখবর, অবসরে মিলবে আরও বেশি পেনশন ও টাকা! নয়া নিয়ম আনছে EPFO

EPFO New update might increase Retirement Benefits for Salaried Employees

৭৫ লক্ষ কর্মীদের জন্য সুখবর, অবসরে মিলবে আরও বেশি পেনশন ও টাকা! নয়া নিয়ম আনছে EPFO

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) নিয়ে কর্মচারী ও অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি বড় সুখবর আসতে চলেছে। শীঘ্রই EPF এবং EPS (কর্মচারী পেনশন প্রকল্প) নিয়ে নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। কি পরিবর্তন হবে আর কি সুবিধা পাওয়া যেতে পারে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় খবর

সম্প্রতি জানা যাচ্ছে, EPFO এর আওতায় বেতনের সীমা যেটা বর্তমানে ১৫,০০০ রাখা হয়েছে সেটা বাড়িয়ে ২১,০০০ করে দেওয়া হতে পারে। এক্ষেত্রে যারা মাসে ২১,০০০ টাকা অবধি বেতন পান তারাও EPF প্রকল্পের সুবিধা পাবেন। সেক্ষেত্রে জমা রাশির পরিমাণ বাড়বে ও অবসরের সময় পাওয়া টাকার পরিমাণটাও অনেকটাই বেড়ে যাবে।

নতুন এই নিয়ম চালু হলে দেশের মোট ৭৫ লক্ষ কর্মচারীরা লাভবান হবে। তবে এক্ষেত্রে সরকারের উপরেও বেশ কিছুটা খরচের বোঝা চাপবে। কারণ নতুন নিয়ম চালু হলে সরকারের পেনশন প্রকল্পের জন্য খরচ হওয়া ৬৭০০ কোটি টাকা আরও বেড়ে যাবে।

EPF লিমিট বাড়লে কতটা লাভ হবে?

বর্তমানে ১৫,০০০ টাকর হিসাবে কোনো কর্মী সর্বোচ্চ ১,২৫০ টাকা করে EPS এ অবদান রাখতে পারেন। তবে নতুন নিয়ম চালু হলে লিমিট ২১,০০০ হয়ে গেলে ১,৭৪৯ টাকা EPS এ রাখা যাবে। এই টাকাটাই অবসর অবধি জমাতে পারলে একসাথে অনেকটা বেশি টাকা রিটার্ন পাওয়া যাবে। যদিও এতে কর্মীদের লাভ হলেও কোম্পানির খরচ বাড়বে। কারণ কোম্পানিকেও সমপরিমাণ টাকা জমা করতে হবে।

আরও পড়ুনঃ ৭.৮৫% সুদ! নতুন অর্থবছরের শুরুতেই ধামাকা বিনিয়োগ প্রকল্প আনল SBI

প্রসঙ্গত, কর্মীদের ভবিষ্যৎ তথা অবসর জীবন সুরক্ষিত করার জন্য ধাপে ধাপে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে EPFO এর তরফ থেকে। তাছাড়া আগের তুলনায় বর্তমানে কোনো ভুল সংশোধন ও টাকা তোলার পদ্ধতিও অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

সঙ্গে থাকুন ➥