PF ট্রান্সফারের ঝামেলা থেকে মুক্তি! কর্মীদের সুখবর দিয়ে বিরাট ঘোষণা EPFO-র

EPFO Benefits

PF ট্রান্সফারের ঝামেলা থেকে মুক্তি! কর্মীদের সুখবর দিয়ে বিরাট ঘোষণা EPFO-র

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রভিডেন্ট ফান্ডের সদস্যদের জন্য সুখবর দিল ইম্প্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। চাকরি পরিবর্তনের সময় পিএফ অ্যাকাউন্টের টাকা স্থানান্তরের জটিলতা দূর করতে কার্যকরী দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হবে টাকা। বিগত শুক্রবারই এই ঘোষণা করা হয়েছে।

কোম্পানি চেঞ্জ করা আরও সহজ করল EPFO

নতুন ব্যবস্থায় উৎস অফিসের অনুমোদন পেলেই গন্তব্য অফিসে টাকা চলে যাবে অটোমেটিকভাবে। এর ফলে কর্মীদের আর আলাদা করে আবেদন করতে হবে না। ট্রান্সফার প্রক্রিয়ায় করযোগ্য ও করমুক্ত অংশ আলাদা করার সুবিধাও যোগ করা হয়েছে। এতে টিডিএস হিসাবের সময় বিভ্রান্তি কমবে বলে জানানো হয়েছে।

সহজ হল UAN ও Aadhar Link ও বাল্ক UAN জেনারেশন

ইপিএফও UAN জেনারেশনের প্রক্রিয়াও সহজ করেছে। আধার সিডিং ছাড়াই নিয়োগকর্তারা এখন বাল্ক UAN তৈরি করতে পারবেন। তবে ট্রান্সফারের জন্য কর্মীর UAN অবশ্যই আধার, প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। EPFO পোর্টালে কাজ বা কোম্পানির ওয়ার্ক হিস্ট্রি আপডেট থাকলেই এই সুবিধা পাবেন কর্মীরা।

নয়া পদ্ধতি চালু হওয়ার ফলে প্রতিবছর যে ৯,০০০ কোটি টাকার পিএফ ট্রান্সফার হয় সেটা আরও দ্রুত ও সহজ হবে।এফ ফলে প্রায় ১.২৫ কোটিরও বেশি সদস্য সরাসরি উপকৃত হবেন। বিশেষজ্ঞদের মতে, ডিজিটালাইজেশন ও অটোমেশনের এই পদক্ষেপ চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ প্রতিমাসে মিলবে মোটা টাকা, চাকরিহারা গ্রুপি সি ও ডি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কীভাবে কাজ করবে নতুন সিস্টেম?

আপনি যদি EPF উপভোক্তা হন তাহলে একটা চাকরি ছাড়ার পর নতুন চাকরি শুরুর করলে পূর্ববর্তী পিএফ অ্যাকাউন্ট অটোমেটিক লিংক হয়ে যাবে। চাইলে ইউনিফাইড পোর্টালে গিয়ে UAN দিয়ে চেক করতে পারবেন ট্রান্সফার হিস্ট্রি। আর এই গোটা পক্রিয়া ফর্ম ১৩-এর অনলাইন ভার্সনের মাধ্যমে হওয়ার ফলে ডকুমেন্টেশনের ঝামেলাও কমবে বলেই আশা করা হচ্ছে। 

সঙ্গে থাকুন ➥