রবিবার মিলল ছাড়পত্র, কবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ ছুটবে মেট্রো? যাত্রীদের জন্য সুখবর

Esplanade-Sealdah Metro

রবিবার মিলল ছাড়পত্র, কবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ ছুটবে মেট্রো? যাত্রীদের জন্য সুখবর

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: পরীক্ষা শেষে সফল এসপ্ল্যানেড-শিয়ালদা মেট্রো (Esplanade-Sealdah Metro)। খুশির জোয়ার যাত্রীদের মধ্যে। এতদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শেষ ২.৬ কিমি অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের পরিষেবা নিয়ে চিন্তিত ছিল মানুষ। এবার তা নিয়েই, এপ্রিলের শেষে বিরাট সুখবর। জানা গিয়েছে, শীঘ্রই এই রুটে ছোটা শুরু করবে মেট্রো। কারণ ছাড়পত্র এসে গিয়েছে এর মধ্যে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন বলেও জানা যাচ্ছে।

গত রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর ফাইনাল পরীক্ষা ছিল। সিআরএস-এর (কমিশন অফ রেলওয়ে সেফটি) পরিদর্শন করে সন্তুষ্ট হয়ে ফিরেছে। এসপ্ল‍্যানেড থেকে শিয়ালদহ অংশে পরিদর্শন করে দিয়ে দিয়েছে ছাড়পত্র। ছাড়পত্র দিয়েছে রেলওয়ে সুরক্ষা কমিশন। ইতিমধ‍্যেই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) তৈরিও হয়ে গিয়েছে বলে খবর। এতদিন সিআরএস অনুমতির অপেক্ষা ছিল।

আরও পড়ুন: তুমুল ঝড় বৃষ্টি, দমকা হাওয়ার তাণ্ডব দক্ষিণের ৩ জেলায়, কালবৈশাখীর কোপে আরও ৫, কেমন থাকবে কলকাতা?

মেট্রো কর্তৃপক্ষ এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে, মেট্রোর গ্রিন লাইনের অংশে কাজ খতিয়ে দেখতে গিয়েছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিঙ্ঘল। মেট্রোর লাইন, সুড়ঙ্গে হাওয়া-বাতাস চলাচলের ব্যবস্থা, আপৎকালীন ব্যবস্থা, সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেই ছাড়পত্র দিয়েছেন তিনি।

উল্লেখ্য, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা শুরু হয়েছে অনেক আগেই। এবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদা রুটে মেট্রো পরিষেবা চালু হলে দারুণ ব্যাপার নিত্য যাত্রীদের জন্য, তা আর বলার অপেক্ষা রাখে না বটে। যদিও, আজ সোমবার আবার মেট্রো বন্ধ থাকায় ভোগান্তি কিছুটা বেড়েছে যাত্রীদের।

সঙ্গে থাকুন ➥