এসপ্ল্যানেড থেকে কতগুলো স্টেশন পর শিয়ালদা? দেখে রাখুন রুট ম্যাপ

Esplanade To Sealdah Metro

এসপ্ল্যানেড থেকে কতগুলো স্টেশন পর শিয়ালদা? দেখে রাখুন রুট ম্যাপ

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো চালু হতে চলল শীঘ্রই (Esplanade To Sealdah Metro)। এখন থেকে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা যাওয়ার জন্য আর বাস ধরতে হবে না। গুরুত্বপূর্ণ মেট্রোই আপনেকে শিয়ালদা পৌঁছে দেবে। এতদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, আর শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলত মেট্রো। তবে এসপ্ল্যানেড ও শিয়ালদহ মিলে যেতে চলেছে। অনুমতি দিয়ে দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি।

মোট কতগুলো স্টেশন হয়ে শিয়ালদা পৌঁছাবে মেট্রো?

এখন নিশ্চয়ই ভাবছেন যে কতগুলো স্টেশন হয়ে শিয়ালদা পৌঁছাবে মেট্রো! তাহলে বলে রাখি, একটিও নতুন স্টেশন খোলা হচ্ছে না। শুধুমাত্র কলকাতার দুই প্রান্ত অর্থাৎ হাওড়া এবং সল্টলেক সেক্টর ফাইভ একসঙ্গে জুড়ে যেতে চলেছে।

এসপ্ল্যানেড থেকে শিয়ালদা রুট ম্যাপ

মেট্রো রেলের সূত্র মারফত আপাতত জানা গিয়েছে যে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মোট ১২ স্টেশন থাকতে পারে, দেখুন রুট ম্যাপ। বউবাজার অঞ্চলে মাটি ধ্বস, বাড়িঘরের ক্ষতি, টানেল বোরিং মেশিন আটকে যাওয়া, সবমিলিয়ে একাধিক ঝঞ্ঝাট কাটিয়ে এবার যাত্রীদের জন্য এক হতে চেলেছে এসপ্ল্যানেড ও শিয়ালদা।

  1. হাওড়া ময়দান – আন্ডারগ্রাউন্ড
  2. হাওড়া স্টেশন – আন্ডারগ্রাউন্ড
  3. মহাকরণ – আন্ডারগ্রাউন্ড
  4. এসপ্ল্যানেড – আন্ডারগ্রাউন্ড
  5. শিয়ালদহ – আন্ডারগ্রাউন্ড
  6. ফুলবাগান – আন্ডারগ্রাউন্ড
  7. সল্টলেক স্টেডিয়াম – এলিভেটেড
  8. বেঙ্গল কেমিক্যাল – এলিমেটেড
  9. সিটি সেন্টার – এলিভেটেড
  10. সেন্ট্রাল পার্ক – এলিমেটেড
  11. করুণাময়ী – এলিমিটেড
  12. সেক্টর ফাইভ – এলিভেটেড

আরও পড়ুন: শুধুই জয় জগন্নাথ, এবার দক্ষিনেশ্বেরের মত কালী মন্দিরের উদ্বোধন হল দিঘায়, কোথায় জানেন?

কবে থেকে চালু হবে?

এই মেট্রো করিডরের উদ্বোধন করতে আসবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরবাসীর যাতায়াতের চেহারা পুরো বদলে দেওয়ার ক্ষমতা রাখবে এই নয়া মেট্রো রুট। আপনি কী মনে করেন?

সঙ্গে থাকুন ➥