Gautam Adani

Papiya Paul

Gautam Adani: গৌতম আদানির স্ত্রীকে চেনেন? ব্যস্ততা থাকলেও রোজ বৌয়ের সঙ্গে এই খেলায় মেতে থাকেন ধনকুবের!

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় ধনকুবের গৌতম আদানির(Gautam Adani) নাম সকলেরই জানেন। দেশ তথা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তার ব্যবসা। পরিসংখ্যান অনুযায়ী তিনি ভারতের দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি। গোটা পৃথিবীর সবচেয়ে ১০ জন ধনীর তালিকাতেও রয়েছে তার নাম। নানান অংশে ছড়িয়ে রয়েছে তার ব্যবসার সাম্রাজ্য। বিশেষত শেষ কয়েক বছরে তার ব্যবসার বৃদ্ধি নজর কেড়েছে সকলের। আদানিকে সেলফ-মেড কোটিপতিও বলা হয়। যিনি নিজের মতো করে এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন।

   

এই আদানি সর্বদাই থাকেন খবরের শিরোনামে। নানান সময়ে নানান কারণে তিনি উঠে আসেন সংবাদ মাধ্যমে। তেমনই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করলেন নিজের জীবনের এক গোপন তথ্য। ফাঁস করলেন তার ও তার স্ত্রী প্রীতি আদনির প্রিয় খেলার নাম। যেই খেলায় অবশ্য প্রায়শই স্ত্রী এর কাছে পরাজিত হন তিনি। মজার এই খেলার নাম জানলে হাসি পাবে আপনারও। আসুন জেনে নিই কি সেই খেলা।

আরও পড়ুন: BSNL: পাত্তা পাবে না Jio-Airtel! ৩৩০০ জিবি ডেটা সঙ্গে Disney+Hotstar-র ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে BSNL

আসলে এদিনের সাক্ষাৎকারে তিনি বলেন, বন্ধুদের মধ্যে “তুফানি” নামে পরিচিত তার একটি প্রিয় খেলা রয়েছে। যেটি তিনি তাঁর স্ত্রীর সাথে খেলতে পছন্দ করেন। বিশেষ এই খেলাটির নাম হল “রামি পাপলু”। যাকে ম্যারেজ রামিও বলা হয়। মূলত, এই খেলাটি দীপাবলি এবং যেকোনো পার্টির সময়ে পরিবার ও বন্ধুদের সাথে খেলা হয়।

এই গেমটি খেলতে কমপক্ষে ২ জন খেলোয়াড় প্রয়োজন। এছাড়াও, এই গেমটিতে ওয়াইল্ড কার্ড জোকারও ব্যবহার করা হয়। এর মোট ৩ টি বিশেষ অংশ রয়েছে। সেইগুলি হল উপলু, নিচলু এবং পাপলু। এগুলির সাহায্যেই খেলতে হয় এই খেলা। আদানি জানান যে, তিনি রাত ১১ টার মধ্যে তাঁর সমস্ত কাজ শেষ করেন , শুধুমাত্র স্ত্রীর সাথে রামি পাপলু খেলবে বলে। এত ব্যাস্ত একজন মানুষেরও প্রত্যহ এমন সখ সত্যি অবিশ্বাস্য।