পুজোয় ভিড় সামালাতে বাড়তি পুলিশ, আকাশপথে ড্রোনের নজরদারি

আজ কলকাতা হাইকোর্টে শুনানি। ফোরাম ফর দুর্গোৎসবের আর্জিতে এদিনের শুনানি। তবে আদালতের আগের রায় অনুযায়ী মন্ডপের বাইরে বসানো হয়েছে ব্যারিকেড, করা হয়েছে নো এন্ট্রি জোন। তবে পুলিশের চিন্তা বাড়াচ্ছে ব্যারিকেডের বাইরের ভিড়। তা সামলাতে জেলা স্তরেও নামানো হচ্ছে বাড়তি পুলিশ। নজরদারি রাখতে থাকবে ড্রোন।

Avatar

Koushik Dutta

X