Papiya Paul

অবশেষে “মেটা” নামে নবীকরণ করা হল ফেসবুকের

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর এবার নাম বদলে গেল ফেসবুকের। বৃহস্পতিবার ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে ফেসবুকের নতুন নাম ঘোষণা করলেন জাকারবার্গ। ফেসবুকের নতুন নাম হলো মেটা। নতুনরূপে আত্মপ্রকাশ করলো ফেসবুকের
। এ প্রসঙ্গে জাকারবার্গ বলেন, “সামাজিক সমস্যা নিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখেছি। এতদিন একটি সীমার মধ্যে আমরা আবদ্ধ ছিলাম। এবার সেই সীমানা ছাড়িয়ে নতুন পর্যায়ের সফর শুরু করলাম আমরা”।

   

ফেসবুকের নাম বদলাতে পারে এই নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। কিন্তু কি নাম রাখা হবে তা প্রকাশ্যে বলা বলেননি ফেসবুক সংস্থা। তবে নেট মাধ্যমে আটকে না থেকে ফেসবুকের বিস্তারের ভাবনাচিন্তা চালাচ্ছিলেন যে জাকারবার্গ, সেটা সকলেই জানতো। ভার্চুয়াল রিয়েলিটি অথবা অতি বাস্তব নিয়ে কাজ করার কথা বলেছেন মার্ক জাকারবার্গ। তবে ফেসবুকের নাম যে মেয়েটা ভার্স হতে চলেছে, তাকেও কাজ করতে পারেনি।

অধিবাস তাদের এই দুনিয়ার নাম রাখা হলো মেয়েটা ভার্স। যা ইনস্টাগ্রাম হোয়াটসআপ এবং ফেসবুকে তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। আমেরিকার বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফেসবুক ইনকরপোরেশনের নাম বদলে ফেললেও ফেসবুক অ্যাপ এর নাম বদলানো হয়নি। ইনস্টাগ্রাম, অকুলাস এবং হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক অ্যাপ আগের মতোই থাকবে বলে জানিয়েছেন জাকারবার্গ।

হার্ভাড কলেজ থেকে ফেসবুক নিজের নাম পেয়েছিল আজ থেকে ১৭ বছর আগে। কলেজের ছাত্রদের দেওয়া ফেসবুক ডিরেক্টরিজ থেকে এই নামকরণ করা হয়। ফেসবুক যে শুধুমাত্র একটি নেট মাধ্যম সংস্থা নয়, তা বোঝানোর জন্য এই নাম বদল করা হলো।