Godrej

anita

Godrej: ভেঙে টুকরো হল গোদরেজ গ্রুপ! ১২৭ বছর পর ভাগাভাগিতে কে পেলেন কিসের দায়িত্ব?

নিউজ শর্ট ডেস্ক: অবশেষে ভাগাভাগি হয়ে গেল ১২৭ বছরের পুরনো ভারতীয় শিল্প গোষ্ঠী গোদরেজ (Godrej)। বহু বছর এক ছাতার তলায় কাজ করার পর অবশেষে ভাগ বাঁটোয়ারা হয়ে গেল গোদরেজ ইন্ডাস্ট্রিজ় গ্রুপ এবং গোদরেজ এন্টারপ্রাইজ় গ্রুপের বহু সংস্থার।

   

কিন্তু প্রশ্ন হল অবশেষে এত বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত কেন? সম্পত্তি ভাগাভাগির পর এ প্রসঙ্গে মালিকানার বদল সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে গোদরেজ গোষ্ঠী জানিয়েছে পারস্পরিক আলোচনা আর বোঝাপড়ার পরেই তারা পারিবারিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যাচ্ছে গোদরেজ গোষ্ঠীর সমস্ত সংস্থাকে নিজেদের মধ্যে দুটি ভাগে ভাগ বাঁটোয়ারা  করে নিয়েছেন তাঁরা । বছরের পর বছর ধরে ভারতের বাজারে তালা, থেকে শুরু করে সাবান,ফ্রিজ,আলমারি গৃহশয্যার জিনিস থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিস কিংবা নির্মাণ ব্যবসাতেও দারুন সাফল্যের ছাপ রেখেছে গোদরেজ গোষ্ঠী।

Godrej,গোদরেজ,দুই ভাগ,Two Group,ব্যবসা,Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত ভারতীয় পরিবার নিয়ন্ত্রিত পারিবারিক ব্যবসায়ীগুলির মধ্যে এটি অন্যতম। এই সংস্থার সূত্রপাত হয়েছিল ১৮৯৭ সালে।  পেশায় উকিল আর্দেশির গোদরেজের হাত ধরেই প্রতিষ্ঠা হয়েছিল এই ব্যবসার। পরে এই গোষ্ঠীর দায়িত্ব নেন আর্দেশিরের ভাই পিরোজশা এবং তাঁর সন্তান-সন্ততিরা।

আরও পড়ুন: স্বাদে গন্ধে ইলিশ-চিংড়িকে দশ গোল দেবে এই মাছ! একবার খেলে স্বাদ ভুলবেন না জীবনে

তাঁদের বংশধর হিসাবেই এদিন গোদরেজের সম্পত্তি ভাগ হয়েছে আদি এবং নাদির গোদরেজ আর  ও জামশিদ এবং স্মিতা গোদরেজ ক্রিশনার মধ্যে। প্রসঙ্গত আদি এবং নাদির হলেন পিরোজশার পুত্র বুর্জর গোদরেজের সন্তান আর জামশিদ এবং স্মিতা হলেন পিরোজশার কনিষ্ঠ পুত্র নাভাল গোদরেজের সন্তান।

Godrej,গোদরেজ,দুই ভাগ,Two Group,ব্যবসা,Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

উভয় পক্ষের সম্মতিতেই এদিন শেয়ার বাজারে নথিভুক্ত গোদরেজ ইন্ডাস্ট্রিজ় গ্রুপের পাঁচটি সংস্থা থাকছে আদি এবং নাদিরের হাতে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে -গোদরেজ ইন্ডাস্ট্রিজ়, গোদরেজ় কনজ়িউমার প্রডাক্টস, গোদরেজ প্রপার্টিজ়, গোদরেজ অ্যাক্রোভেট এবং অ্যাজ়টেক লাইফসায়েন্সেস। জানা যাচ্ছে এই সংস্থাগুলির চেয়ারপার্সন হিসাবে থাকবেন নাদির। আর এগ্‌জ়িকিউটিভ ভাইস চেয়ারপার্সন হবেন আদি-পুত্র পিরোজশা।

Godrej,গোদরেজ,দুই ভাগ,Two Group,ব্যবসা,Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্য দিকে, গোদরেজ এন্টারপ্রাইজ় গ্রুপের যে সংস্থাগুলি শেয়ার বাজারে নথিভুক্ত নয় সেগুলি থাকবে জামশিদ গোদরেজের হাতে। যার মধ্যে গোদরেজ অ্যান্ড বয়েজ়ের অধীনে রয়েছে অনেকগুলি ছোট ছোট সংস্থা। বিমান পরিবহণ থেকে শুরু করে, এয়ারোস্পেস, প্রতিরক্ষা, আসবাব, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিরাট বাজার রয়েছে এদের। জামশিদ হবেন এই সংস্থাগুলির চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টর হিসাবে থাকবেন স্মিতার কন্যা নাইরিকা। এছাড়াও জামশিদ এবং স্মিতার হাতে থাকবে মুম্বই শহরের ৩৪০০ একর জমিও।