কৃষি বিল ২০২০ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তরজা। যদিও কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিল ঐতিহাসিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধী দলের নেতারা মিথ্যা কথা বলছেন। কিন্তু এদিনের কৃষক বিক্ষোভে দেখা যায়নি কোনও রাজনৈতিক পতাকা। হরিয়ানার অম্বালা এলাকা সংলগ্ন ৯ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করেছিলেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী।