সীমানা বরাবর এগিয়ে গিয়েছে কাঁটাতারের বেড়া। বিস্তৃত জমিতে নেই কোনও মানুষের আনাগোনা, পরে রয়েছে অনেকটা জমি। সেখানেই এবার হবে ফসল ফলানোর কাজ। কাঠুয়ার ‘জিরো পয়েন্ট’এ এই বৃহৎ উদ্যোগ নিয়েছে ভারত সরকার। প্রায় ১৫- ১৬ বছর ধরে এই চেষ্টা চলছিল বলে জানা যায়। জমিকে চাষযোগ্য করে তোলার জন্য ট্রাক্টর, বন জঙ্গল সাফ ইত্যাদি প্রশাসনের পক্ষ থেকেই করা হবে বলে দাবি করা হচ্ছে।