Papiya Paul

Business Idea: শুধু লাগবে ২-৩ টা মেশিন, এই ব্যবসায় রোজ আয় ৫০০০ টাকা! রাতারাতি হবেন লাখপতি

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে শুধুমাত্র চাকরি নয়, এর পাশাপাশি ব্যবসা(Business) করে অর্থ উপার্জন করার ইচ্ছে কমবেশি বহু মানুষের মধ্যেই রয়েছে। আপনারও যদি ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে নিজের ব্র্যান্ড তৈরি করে পরিচিতি লাভ করার পাশাপাশি মোটা টাকা উপার্জন করতে পারেন। আজকের এই প্রতিবেদনে আপনাকে এমনই একটি ছোট বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে জানাবো।

   

যেখানে মোটা টাকা রোজগারের পাশাপাশি বড় ব্র্যান্ড তৈরি করতে পারেন। আপনি আপনার শহরে বাজারে একটি ছোট্ট দোকানের মধ্যে দিয়েই এই ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে ছোট বেশ কয়েকটি মেশিন। এর জন্য বেশ কিছু টাকা পুঁজির প্রয়োজন আছে। বর্তমানে যে কোন ফাস্টফুডের দোকানে গ্রাহকদের ভিড় থাকে বেশি। আর অন্যান্য ব্যবসার তুলনায় খাওয়ারের চাহিদা সব সময় বেশি থাকে।

এক্ষেত্রে আপনি একটি বার্গারের দোকান খুলে ভালো টাকা রোজগার করতে পারেন। সুন্দরভাবে টেস্টি করে যদি আপনি বার্গার তৈরি করতে পারেন। তাহলে বড় বড় দোকানকে হারিয়ে দিতে পারেন। এবার কিভাবে বার্গার তৈরি করা হয় সেটিকে ভালো করে জেনে প্রয়োজনীয় উপকরণ কিনে ব্যবসা শুরু করতে পারলেই হলো।

আরও পড়ুন: Business Idea: কম পুঁজির এই ব্যবসা করেই মাসে আয় ৫০ হাজার টাকা! চাকরির থেকে হবে বেশি রোজগার

মনে রাখবেন একটি বার্গার দোকান শুরু করার জন্য আপনার কিছু মেশিন লাগবে। যেমন বান টোস্টার যেটির জন্য খরচ পড়বে ২৫ হাজার টাকা। এছাড়া বার্গার পেস্ট্রি ফ্রায়ার যেটির দাম কমবেশি ৫ হাজার টাকা। এছাড়া লাগবে বার্গার গ্রিল, বার্গার ফ্রাইপ্যান, বার্গার বান স্লাইসার।
Business Idea

কমবেশি এই সমস্ত মেশিনগুলোর জন্য আপনার খরচ পড়বে ৬০ থেকে ৭০ হাজার টাকার কাছাকাছি। আপনি যদি প্রতিদিন ৫০০টি করে বার্গার বিক্রি করতে পারেন। তাহলে আপনার প্রায় ৫০০০ টাকার কাছাকাছি রোজগার হবে। সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে প্রতি মাসে ১ লাখ টাকাও রোজগার করা সম্ভব হয়।