শ্রী ভট্টাচার্য, কলকাতা: সাইবার জালিয়াতি রোধে একটি অত্যাধুনিক হাতিয়ার নিয়ে হাজির হল ভারত সরকার। আর্থিক জালিয়াতি ঝুঁকি নির্দেশক অর্থাৎ FRI চালু করল ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ। এই টুলটি ব্যাঙ্ক, ইউপিআই পরিষেবা প্রদানকারী এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সাইবার সংক্রান্ত নানান ঝুঁকি সম্পর্কে অবহিত করে আর্থিক জালিয়াতি প্রতিরোধে সহায়তা করবে বলে জানা গিয়েছে।
FRI টুল কীভাবে সাহায্য করে?
FRI হল একটি ঝুঁকি স্কোরিং সিস্টেম, যা মোবাইল নম্বরগুলিকে তিনটি বিভাগে শ্রেণীবদ্ধ করে – মাঝারি, বেশি এবং খুব বেশি ঝুঁকি। এই স্কোরটি বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C), DOT-এর চাকশু পোর্টাল এবং ব্যাঙ্কগুলো থেকে প্রাপ্ত তথ্য। এবার যদি কোনও মোবাইল নম্বরে ক্রমাগত সাইবার জালিয়াতির অভিযোগ আসে বা কোনও অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেটিকে ‘বেশি’ বা ‘অত্যন্ত বেশি ঝুঁকিপূর্ণ’ বিভাগে রাখা হয়। যখনই এই ধরনের নম্বর থেকে কোনও ডিজিটাল লেনদেন হবে, তখনই সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা UPI অ্যাপ তাৎক্ষণিকভাবে একটি সতর্কতা পেয়ে যায় এবং প্রয়োজনে লেনদেন বন্ধও করা যেতে পারে।
বাজিমাত করেছে ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট
ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট (DIU) মোবাইল নম্বর রিভোকেশন লিস্ট (MNRL) এর মাধ্যমে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে ক্রমাগত তথ্য ভাগ করে নিচ্ছে। এই তালিকায় এমন নম্বর রয়েছে যেগুলি কোনও কারণে ব্লক করা হয়েছে। হতে পারে এই ব্লক করা নম্বরগুলো সাইবার অপরাধে ব্যবহৃত হয়েছে বা যাচাইকরণে ব্যর্থও হয়েছে। সবথেকে শান্তির বিষয় হল যে সাইবার জালিয়াতির সাথে জড়িত মোবাইল নম্বরগুলি প্রায়শই মাত্র কয়েক দিনের জন্যই সক্রিয় থাকে, তাই কোনও নম্বর সন্দেহজনক হওয়ার সাথে সাথেই এটি তদন্তের আওতায় নিয়ে আসা হয়। তারপর সংশ্লিষ্ট পক্ষগুলিকে তাৎক্ষণিকভাবে অবহিতও করা হয়। জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন: প্রত্যেক ভারতীয়ের ফোনে থাকা উচিত এই ৭টি সরকারি অ্যাপ, সহজ হয়ে উঠবে জীবন
এখানে দেখুন সরকারের ঘোষণা
Stronger Checks, Safer Transactions!
DoT introduces Financial Fraud Risk Indicator. It will:
– Share intel to banks, UPI & financial platforms
– Help digital payment platforms in flagging risky mobile numbers during payments
– Enable faster fraud detection, prevention &… pic.twitter.com/kpDlbLh1sq
— DoT India (@DoT_India) May 21, 2025
PhonePe করা কতটা নিরাপদ!
প্রসঙ্গত, ডিজিটাল পেমেন্ট কোম্পানি PhonePe FRI গ্রহণকারী প্রথম সংস্থা। ফোনপে জানিয়েছে, ‘আমরা ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বিভাগে আসা মোবাইল নম্বরগুলি থেকে লেনদেন ব্লক করছি।’ এছাড়াও, ‘PhonePe Protect’ ফিচারের অধীনে, অ্যাপটি এখন কিছু ভুলভাল দেখলেই স্ক্রিনে সতর্কতা দেখাচ্ছে। কোম্পানিটি শীঘ্রই ‘মাঝারি ঝুঁকি’ স্কোরের লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা দেওয়া শুরু করবে। অর্থাৎ যে নম্বর দেখে মনে হবে মাঝারি মাপের ঝুঁকি রয়েছে, সেই শনাক্তকারী ফিচারও খুব তাড়াতাড়ি চালু করবে ফোন পে। অর্থাৎ PhonePe নিরাপদই।