রাতারাতি টাকা ডবল করতে চান! টাকা জমান সরকারের এই ৫ স্কিমে, আর অপেক্ষা করুন কয়েকটা দিনের

নিউজশর্ট ডেস্কঃ নিজের অর্থ টাকা যে কোন জায়গায় বিনিয়োগ(Investment) করে তার পরিমাণ বৃদ্ধি করতে চায় সকলে। সঠিকভাবে বিচার বিবেচনা না করে বিনিয়োগ করলে টাকা বাড়ার বদলে লোকসান হবে। সবসময় বিনিয়োগ করলেই যে টাকা দ্বিগুণ হয়ে যাবে তার কোন মানে নেই। সব ধরনের প্রকল্পে এই ধরনের নিশ্চয়তা মেলে না।

আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেসব প্রকল্প টাকা দ্বিগুণ হওয়ার কথা লিখে দেয় তাদের ক্ষেত্রে মেয়াদের ব্যাপারটা মাথায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। না হলে হয় টাকা আটকে থাকবে, দরকারে সেই টাকা কাজে লাগাতে পারবেন না। তাই টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্ত কিছু আগে ভালো করে পড়ে নিতে হবে। কোন কোন প্রকল্পে টাকা দ্বিগুণ হবে এবং কতদিন ধরে সেই টাকা খাটাতে হবে সেই সম্পর্কে আজকের এই প্রতিবেদনে(Investment Plan) বিস্তারিত জানানো হলো।

  • ফিক্সড ডিপোজিট: রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ানোর ফলে বেশিরভাগ ব্যাঙ্ক নিজেদের ফিক্সড ডিপোজিটের হার এখন বাড়িয়ে দিয়েছে। আর তাই ফিক্সড ডিপোজিট করলে অন্তত ৬ শতাংশ সুদ পাওয়া যায়। এর ফলে ফিক্সড ডিপোজিট-এর টাকা দ্বিগুণ হতে সময় লাগবে প্রায় ১২ বছর।
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ড:  পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ বিনিয়োগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে প্রত্যেক বছরে ৭.১ শতাংশ সুদ পাওয়া যায়। এর ফলে এই ফান্ডের টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ১০ বছরের কিছু বেশি সময়।
  • সুকন্যা সমৃদ্ধি যোজনা:  সরকারের তরফ থেকে সম্প্রতি সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে। নিজেদের মেয়েদের জন্য টাকা জমানো যায়। সে ক্ষেত্রে আপনার টাকা ১৫ বছরে দ্বিগুণ হবে। এই যোজনায় প্রত্যেক বছর ৮% হারে সুদ পাওয়া যায়।
  • কিষাণ বিকাশ পত্র: এটি একটি সরকারি যোজনা। এই যোজনায় টাকা বিনিয়োগ করলে সেটি দ্বিগুণ হতে সময় লাগবে ১০ বছর ৩ মাস। এই যোজনায় প্রত্যেক বছর ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
  • ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: এটিও একটি সরকারি যোজনা। এই যোজনাতে প্রত্যেক বছর ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই যোজনায় টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ হতে সময় লাগবে প্রায় ১০.৫৮ বছর।

Papiya Paul

X