Fixed Deposit Interest Rate

Papiya Paul

Fixed Deposit Interest Rate: মাত্র ১ বছরে হতে পারেন ‘মালামাল’, এই ৯ ব্যাঙ্কের FD-তে মিলছে বাম্পার সুদ

নিউজশর্ট ডেস্কঃ নিরাপদে অর্থ বিনিয়োগের জন্য সাধারণ মানুষের সবথেকে পছন্দের স্কিম হলো ফিক্সড ডিপোজিট(Fixed Deposit)। এখানে আপনি দীর্ঘমেয়াদে অর্থ বিনিয়োগের পাশাপাশি অল্প দিনের জন্য অর্থ বিনিয়োগ করতে পারবেন এবং সে ক্ষেত্রেও মোটা সুদ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই ফিক্সড ডিপোজিটে আপনার অর্থ পুরোপুরি নিরাপদ এবং সুরক্ষিত থাকে।

   

এমন কিছু ব্যাংক রয়েছে যেখানে এক বছরেরও কম সময়ের মধ্যে বিনিয়োগ করলে সেখানে মোটা টাকা সুদের সুবিধে দেওয়া হয়। সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে টাকা রাখার জন্য বেশ কিছু সুবিধা দিচ্ছে। তবে এই সুদের হার বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে এমন কিছু ব্যাঙ্কের সম্পর্কে জানাবো যেখানে ৭ দিন থেকে ১২ মাসের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দিচ্ছে।

চলুন তাহলে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
HDFC ব্যাঙ্কের FD সুদের হার:
এই ব্যাংকে সাধারণ নাগরিকদের ৭ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে ৬ শতাংশ সুদ দেওয়া হয়।

ICICI ব্যাঙ্কের FD সুদের হার: ICICI ব্যাঙ্কে সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটের জন্য ৩ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে।

Yes ব্যাঙ্কের FD সুদের হার: এখানে ৭ দিন থেকে এক বছরের জন্য সাধারণ নাগরিকদের ৩.২৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

Fixed Deposit

আরও পড়ুন: Bank Rules: মে মাস থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের বিভিন্ন নিয়ম! আগে থেকে জানলে সুবিধা আপনারই

SBI ব্যাঙ্কের FD সুদের হার:
এই ব্যাংকে সাধারণ নাগরিকদের ৭ দিন থেকে এক বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

কানাড়া ব্যাঙ্কের FD সুদের হার:
এই ব্যাংকে ৭ দিন থেকে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের ৪ শতাংশ থেকে ৬.৮৫ শতাংশ সুদ দিচ্ছে।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক:
এই ব্যাংকে ৭ দিন থেকে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটের সাধারণ নাগরিকদের ৪.৫০ শতাংশ থেকে ৭.৮৫ শতাংশ সুদ দিচ্ছে।

Fixed Deposite

আরও পড়ুন: HDFC Bank: দুর্দান্ত খবর, এই স্পেশ্যাল FD-তে এত বেশি সুদ দিচ্ছে HDFC ব্যাঙ্ক! বিনিয়োগের সময় কিন্তু কম

জন স্মল ফাইন্যান্স ব্যাংক:
এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে এক বছরের মেয়াদে জন্য ৩ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

PNB ব্যাঙ্কে FD সুদের হার: এই ব্যাংকের সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে এক বছরের মেয়াদে ৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক:
এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে এক বছরের মেয়াদে ৪ শতাংশ থেকে ৬.৮৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।