Flipkart

anita

Flipkart: বাজেটের চিন্তা ছাড়ুন! TV, ফ্রিজ, AC কি চাই? এবার বিরাট সেল দিচ্ছে Flipkart

নিউজ শর্ট ডেস্ক: চৈত্র সেলের কেনাকাটার পর এবার মে মাসের শুরুতেই ‘বিগ সেভিং ডে’স সেল (Big Saving Days Sale) নিয়ে হাজির ফ্লিপকার্ট (Flipkart)।  এই মাসেই অর্থাৎ ২ মে থেকেই শুরু হয়ে গিয়েছে এই মহা সেল। দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টের তরফ থেকে এই সেলে গ্রাহকদের জন্য রয়েছে অফুরন্ত ডিসকাউন্ট৷

   

টিভি,মোবাইল,স্মার্ট গ্যাজেট, ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র সহ অন্যান্য হরেক রকমের  পণ্য খুবই কম দামে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে। শুধু তাই নয়, অনেক বড় ব্র্যান্ডের ফোনও  খুব কম দামে কেনার এটাই কিন্তু সুবর্ণ সুযোগ।

দামি মোবাইল বলতেই সবার প্রথমেই মনে আসে একটাই নাম তা হল  ‘আইফোনে।’এবার আইফোনের ওপরেই সবচেয়ে বড় অফার’ দিচ্ছে ফ্লিপকার্ট।

ফ্লিপকার্ট,Flipkart,বিগ সেভিং ডে'স সেল,Big Saving Days Sale,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে ফ্লিপকার্টে এই মুহূর্তে iPhone 14 Plus কিনলে খরচ হবে ৫৯৯৯৯ টাকা। এছাড়াও, Galaxy S23 FE  ৭৯৯৯৯ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৩৩৯৯৯ টাকায়। পাশাপাশি Poco X6 Pro 5G মোবাইলটিও ৩০৯৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাবে ২২৯৯৯ টাকায়।

আরো পড়ুন: এসে গেল Jio-র ঝাক্কাস প্ল্যান! মাত্র ৩৯৯ টাকায় ৩টি সিম সমেত ফ্রি আনলিমিটেড কল

এই গরমের হাত থেকে বাঁচতে সবাই এখন ছুটছেন এসির দোকানে। তবে এবার সেলে বাড়ি বসেই ফ্লিপকার্ট থেকে অর্ডার করে ফেলুন Panasonic দেড় টন ৫ স্টার এয়ার কন্ডিশনার। যা এখানে পাওয়া যাচ্ছে মাত্র ৪২৯৯৯ টাকায়। এছাড়া Samsung 236L ২ স্টার ফ্রিজ বিক্রি হচ্ছে ২২৬৯০ টাকায়।

ফ্লিপকার্ট,Flipkart,বিগ সেভিং ডে'স সেল,Big Saving Days Sale,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়া Mi A সিরিজের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি এই সেলে পাওয়ার যাচ্ছে  ১১০২৪ টাকায়। এছাড়া এই Flipkart সেলে 500W মিক্সার গ্রাইন্ডার বিক্রি হচ্ছে ১৬৯৯ টাকায়। শুধু তাই নয় Samsung ৮kg ওয়াশিং মেশিন-ও এই সেলে ৩৫৯৯০ টাকায় বিক্রি হচ্ছে। এই ফ্লিপকার্ট সেল থেকেই মাত্র ৪৬৯৯ টাকায় কেনা যাবে ওয়াটার পিউরিফায়ার।