নিউজশর্ট ডেস্কঃ নিত্যনতুন প্রযুক্তি নির্ভর জিনিস তৈরি করছে ভারত। এই কারণে বিশ্বের দরবারে ইতিমধ্যেই বেশ শক্তপোক্ত জায়গা করে নিয়েছে ভারতবর্ষ। বিভিন্ন ধরনের জনপ্রিয় কোম্পানিগুলো স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ড এয়ার বাড্স থেকে শুরু করে অন্যান্য অত্যাধুনিক গ্যাজেট তৈরি করছে। এর মধ্যে থেকে একটি জনপ্রিয় গেজেট হল ই-বাইক।
সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যাতয়াতকে আরো বেশি সুন্দর করে তোলার ক্ষেত্রে এই বাইকের গুরুত্ব অনেক। এবার এসেছে, ফোল্ডেবল ডায়মন্ড ফ্রেমের ই-বাইক(Foldable eBike)। সম্প্রতি IIT BOMBAY এর ছাত্র-ছাত্রীরা এই অভিনব জিনিসের আবিষ্কার করেছে বলে জানা গিয়েছে। অত্যাধুনিক ফিচারস সম্পন্ন এই বাইক দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই ছাত্র-ছাত্রীদের এই নতুন আবিষ্কারের দেখে প্রশংসা করেছেন স্বয়ং মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা(Ananad Mahindra)।
এই অভিনব আবিষ্কার তাকে এতটাই চমকে দিয়েছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন একটি স্টার্টআপ ফোল্ডেবল ই-বাইক তৈরি করতে বিনিয়োগ করবেন। তিনি তার অফিসিয়াল একাউন্টে এই তথ্য এবং ছবি শেয়ার করেছেন। মাহিন্দ্রার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি লিখেছেন তিনি তার পোস্টে?
আইআইটি বোম্বের ছাত্র-ছাত্রীরা গোটা দেশের কাছে একটি গর্বের নিদর্শন তুলে ধরেছে। তারা বিশ্বের প্রথম ফোল্ডেবল ডায়মন্ড ফ্রেমের ফুল সাইজের চাকার ই-বাইক তৈরি করেছেন।এই বিষয়ে তিনি আরো বলেন যে এই সাইকেলটি ব্যবহার করে অফিস চত্বরে ঘুরে বেড়াবেন এবং একটা স্টার্টআপ বিনিয়োগ করছেন যা FLIPKART-এ উপলব্ধ রয়েছে। গত ২১ অক্টোবর আনন্দ মাহিন্দ্রা এই খবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই বাইক দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। জানা গিয়েছে এই ই-বাইকের দাম রাখা হয়েছে ৪৫ হাজার টাকা।