প্রাণ খুলে ফ্যান, এসি চালালেও হাফ হবে কারেন্টের বিল! বিদ্যুৎ সাশ্রয়ের উপায় বাতলে দিল সরকার

Electricity Bill Saving Tips

প্রাণ খুলে ফ্যান, এসি চালালেও হাফ হবে কারেন্টের বিল! বিদ্যুৎ সাশ্রয়ের উপায় বাতলে দিল সরকার

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ গরমকাল পড়তেই বাড়িতে ফ্যান, কুলার, এসির ব্যবহার শুরু হয়েছে। তাপমাত্রা যত বাড়বে ইলেকট্রিক এই উপকরণের ব্যবহার বাড়বে আর বাড়বে বিদ্যুতের বিল। অনেকেরই গ্রীষ্মকালীন ইলেকট্রিক বিল প্রতিমাসে কয়েক হাজার টাকা হয়ে যায়। তবে এবার আপনার বিলের সাশ্রয় করতে উদ্যোগী হল খোদ সরকার। কিভাবে কমানো যাবে বিদ্যুতের বিল? চলুন দেখে নেওয়া যাক।

বিদ্যুতের ব্যবহার নিয়ে উপদেশ দিল সরকার

আসলে আজও অনেকেই সঠিকভাবে বিদ্যুৎ কিভাবে ব্যবহার করতে হবে সেটা না জেনেই কিছু ভুল করে বসেন। এর জেরেই মাসের শেষে বিদ্যুতের বিল দেখে ঝটকা খেতে হয়। এর থেকে বাঁচার জন্য কিছু টিপস দেওয়া হল। এগুলি মূলত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই জানানো হয়েছে।

বিদ্যুৎ বাঁচানোর টিপস

১। ইল্কেট্রনিক জিনিস কেনার আগে রেটিং দেখুন: আপনি যদি গরম থেকে বাঁচতে এসি, কুলার বা ফ্রিজ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটা কেনার আগে রেটিং দেখে নেওয়া উচিত। কারণ ২ বা ৩টি ষ্টার রেটিং থাকলে দাম কম হলেও বিদ্যুৎ খরচ বেশি হবে। সেখানে যদি ৫ ষ্টার দেখে কেনেন তাহলেই বিদ্যুতের খরচ ১৫% অবধি কমে যাবে।

২। LED লাইট ও BLDC ফ্যানের ব্যবহার: গরমকালে ফ্যান প্রায় সারাক্ষণই চলে। তবে যে ফ্যানগুলি প্রথাগতভাবে ব্যবহার হয় তাতে যে মোটর ব্যবহৃত হয় তা অনেকটাই বেশি বিদ্যুৎ খরচ করে। তবে এর বদলে যদি BDLC মোটরের ফ্যান ব্যবহার ক্রেইন তাহলে ৫০% অবধি বিদ্যুৎ খরচ কমতে পারে। একইভাবে LED লাইটের ব্যবহার করলেও খরচ অনেকটাই কমে যাবে।

৩। সোলার প্যানেলের ব্যবহার : বর্তমানে আগের সোলার প্যানেলের দাম আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। আর গরমে রোদের তেজও থাকে প্রচন্ড। তাই এই সময় সোলার প্যানেল কিনে নিলে একবার খরচ করে প্রতিদিন দিনের বেলায় একপ্রকার ফ্রি বিদ্যুৎ পাওয়া যায়।

আরও পড়ুনঃ এগিয়ে এসেছে গরমের ছুটি, শেষ কবে? জানাল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

৪। ২৪ ডিগ্রিতে এসি চালানো : গরম থেকে বাঁচতে সবচেয়ে ভালো উপায় হল এসি। এক্ষেত্রে ঘর ঠান্ডা করতে অনেকেই ২০ ডিগ্রি বা ১৬ ডিগ্রিতে সেট করেন এসির তাপমাত্রা। কিন্তু ২৪ ডিগ্রিতে রাখলেও ঘর বেশ তাড়াতাড়িই ঠান্ডা হয়ে যাবে। একইসাথে আপনার অনেকটা বিদ্যুৎ সাশ্রয় হবে।

সঙ্গে থাকুন ➥