৯০০বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে পাটন পাটোলা শাড়ির কাজ, দাম দেড় লাখ টাকা

পাটন পাটোলা,৯০০ বছর আগে রাজা কুমারপালার হাত ধরেই গুজরাতের পাটন জেলা থেকে এর আত্মপ্রকাশ। এই শাড়ি বুনতে সময় লাগে অন্তত ৭ মাস। দাম শুরু হয় দেড় লাখ টাকা থেকে। ৯০০ বছর ধরে বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন গুজরাতের একটি মাত্র পরিবার। এই পরিবারই একমাত্র সাবেকি পদ্ধতিতে এবং সম্পূর্ণ প্রাকৃতিক দ্রব্যের ব্যবহার করে পাটোলা শাড়ি বুনে থাকেন। এক একটা শাড়ির ওজন মাত্র ৪৫০ গ্রাম।

Avatar

Koushik Dutta

X