Arijit

আইপিএল খেলা বিদেশীরা খেলতে পারবেনা পাকিস্তান লীগে, কড়া বার্তা বিসিসিআইয়ের

এখনো পর্যন্ত শেষ হয়নি আইপিএল 2021 মরশুম।  এরইমধ্যে আইপিএল 2022 নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে আপামর আইপিএল প্রেমীরা। কারণ আগামী মরশুম থেকে আট দলের বদলে আইপিএলে আসতে চলেছে দশটি দল। যা নিয়ে চরম উচ্ছ্বসিত আইপিএল প্রেমীরা।

   

আইপিএল অনুষ্ঠিত হয় এপ্রিল, মে মাস নাগাদ। অপরদিকে পাকিস্তান সুপার লিগ হয় ফেব্রুয়ারি-মার্চ মাসে। কিন্তু আগামী বছর সেই সময় পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর সেই কারণেই আইপিএলের সময় অর্থাৎ এপ্রিল, মে মাস নাগাদ পাকিস্তান সুপার লিগ করার কথা চিন্তা ভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

যদি একই সময় দুটি লিগ হয় অর্থাৎ আইপিএলের সময়ে যদি পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হয়। তাহলে যে সমস্ত বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলবেন স্বাভাবিক ভাবেই তারা পাকিস্তান সুপার লিগ অংশগ্রহণ করতে পারবে না। কারণ একই সময়ে দুটি লিগে খেলা অসম্ভব।