Maldives

Papiya Paul

Maldives: ভুলে যান মালদ্বীপ, কম খরচে ঘুরে আসুন দেশের এই ৫ সমুদ্র সৈকতে, মুগ্ধ হবেন পুরোপুরি

নিউজশর্ট ডেস্কঃ এখন ভারতের লাক্ষাদ্বীপ(Lakshadweep) এবং মালদ্বীপের(Maldives) মধ্যে বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণে যাওয়ার পর থেকেই এই জায়গার প্রতি মানুষের আগ্রহ যেমন বেড়েছে। তেমনি মালদ্বীপের প্রতি আগ্রহ কমেছে। ভারতের প্রধানমন্ত্রী থেকে সমুদ্র সৈকত সমস্ত কিছু নিয়ে অপমান করেছে মালদ্বীপ কর্তৃপক্ষ। আর এরপরে মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছে গোটা দেশবাসী।

   

মালদ্বীপের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সালমান খান, শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার সহ আরো অন্যান্য সেলিব্রেটিরা। তাই এবার  লাক্ষাদ্বীপের সৌন্দর্যকে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন সকলে। আর ভারতের এমন কিছু সমুদ্র সৈকত আছে যেখানে গেলে খরচ যেমন অনেক কম হবে। তেমনি প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ভুলে যাবেন মালদ্বীপকেও। আজকের এই প্রতিবেদনে এমনই পাঁচটি সমুদ্র সৈকতের(Sea Beach) সন্ধান নিয়ে চলে এসেছি আমরা।

১) হ্যাভলক আইল্যান্ড: আন্দামানের এই দ্বীপ স্বরাজদ্বীপ নামেও পরিচিত। এই দ্বীপে একবার গেলে সেই সৌন্দর্য কখনোই ভুলতে পারবেন না। এখানে সমুদ্র সৈকতের ধার বেয়ে নানারকমের রিসোর্ট রয়েছে। এখানে স্বচ্ছতার জন্য হ্যাভলক আইল্যান্ডের রাধানগর সৈকত শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। এখান থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সারা জীবন মনে থেকে যাবে। এখানে স্কুবা ডাইভিং, স্নরকেলিং ইত্যাদি নানা ধরনের ওয়াটার স্পোর্টসের অভিজ্ঞতা নিতে পারবেন আপনি।

আরও পড়ুন: Lakshadweep: লাক্ষাদ্বীপের সৌন্দর্যে মুগ্ধ মোদী, আপনিও যেতে চান ‘ভারতের মালদ্বীপে’, কিভাবে যাবেন জেনে নিন

২) লাক্ষাদ্বীপ: বর্তমানে এই জায়গা একপ্রকার ট্রেন্ডিং চলে এসেছে। প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীর  লাক্ষাদ্বীপ ভ্রমণের পর এই জায়গার প্রতি মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে। এখানে নীল সমুদ্রের বুকে সময় কাটানোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে যাবে আপনার। এখানেও নানা ধরনের ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারবেন আপনি।

৩) রামেশ্বরম আইল্যান্ড: তামিলনাড়ুর এই সমুদ্র সৈকতে একবার হলেও ঘুরে আসুন। দেশের দীর্ঘতম সেতু এই দ্বীপকে শহরের সঙ্গে যোগাযোগ করে রেখেছে। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনার। এছাড়া গেলে শ্রী রামনাথ স্বামী মন্দির দেখার সুযোগ পেয়ে যাবেন আপনি।

৪) দিবার আইল্যান্ড: বহু মানুষ এখনো এই সমুদ্র সৈকত সম্পর্কে জানে না। পাঞ্জিম থেকে দশ কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। গোয়াতে অন্যান্য সমুদ্র সৈকতগুলোতে ভিড় থাকে বেশি। তাই নিরিবিলিতে সময় কাটাতে চাইলে দিবার আইল্যান্ডে চলে আসতে পারেন।

৫) দিউ আইল্যান্ড: গুজরাটের দক্ষিনে অবস্থিত দমন ও দিউর অন্তর্গত এই আইল্যান্ডে গেলে আপনি পর্তুগিজদের সংস্কৃতির ছাপ পেয়ে যাবেন। এখানে সমুদ্রের অপূর্ব দৃষ্টি মন ভরিয়ে দেবে আপনার।