Ekka Dokka

Additiya

‘এক্কা দোক্কা’ নাকি ‘তেক্কা চোক্কা’! প্রথম স্ত্রীকে ভুলে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে পোখরাজকে দেখে রেগে আগুন দর্শকরা

বাংলা টেলিভিশনের (Bengali Serial) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। দীর্ঘদিন ধরেই স্টার জলসার (Star Jalsa) পর্দায় দেখা যাচ্ছে এই সিরিয়াল। রাধিকা-পোখরাজ (Radhika-Pokhraj) জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। আর সেই কারণেই এই ধারাবাহিক প্রবেশ করেছে বাংলা সিরিয়াল প্রিয় মানুষদের ড্রয়িং রুমে। সিরিয়াল প্রেমীরা এই জুটিকে ভালোবেসে নাম দিয়েছে ‘রাধিরাজ’।

   

যদিও অন্যান্য সিরিয়ালের মতোই এই সিরিয়ালেও রয়েছে সমস্যা। ইতিমধ্যেই ডিভোর্সের পথে হেঁটেছেন নায়ক-নায়িকা। ভালোবেসে বিয়ে করেও আলাদা হয়ে যেতে হয়েছে ‘রাধিরাজ’ জুটিকে। আর এরপরেই গল্পে টুইস্ট এনেছেন লেখিকা। গল্পে এন্ট্রি হয়েছে নয়া চরিত্র ডাক্তার অনির্বান গুহের। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনকে দেখা যাচ্ছে এই চরিত্রে।

তাঁর আগমনের পর প্রতীক সোনামণি’র জুটিকে ফিরে পেয়েছে দর্শকরা। এতে একদিকে যেমন খুশি হয়েছেন সিরিয়াল প্রেমীরা ঠিক তেমনই ‘রাধিরাজ’ জুটি ভেঙে যাওয়ায় মন খারাপও হয়েছে বটে। যদিও যাঁরা নিত্যদিন এই সিরিয়াল দেখেন তারা খুব ভালো করেই জানেন অনির্বান চরিত্রের আগমন হয়েছে পোখরাজ এবং রাধিকার ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জন্য।

বিনোদন,বাংলা সিরিয়াল,স্টার জলসা,এক্কা দোক্কা,Entertainment,Bengali Serial,Star Jalsa,Ekka Dokka

তবে বিপদ ঘটেছে অন্য জায়গায়। সিরিয়ালে ধামাকা আন্তে রঞ্জা চরিত্রকে হাজির করেছেন লেখিকে লীনা গাঙ্গুলী। এই চরিত্রে দেখা যাচ্ছে স্বপ্ননীলা চক্রবর্তীকে। যদিও চমক এখানেই শেষ নয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রমো। আর সেখানেই দেখা যাচ্ছে নয়া অভিনেত্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন পোখরাজ।

বিনোদন,বাংলা সিরিয়াল,স্টার জলসা,এক্কা দোক্কা,Entertainment,Bengali Serial,Star Jalsa,Ekka Dokka

যদিও প্রোমো দেখে সকলের বুঝতে খুব একটা সমস্যা হয়নি যে পোখরাজকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং একপ্রকার জোর করেই রঞ্জার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে গুন্ডারা। তবে সিঁদুর দানের ঠিক আগের মুহূর্তেই পোখরাজকে খুঁজতে খুঁজতে সেখানে হাজির রাধিকা।

নয়া এই প্রমো দেখেই রেগে আগুন নেটিজেনরা। মন ভোরে লেখিকাকে কটাক্ষ করেছেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখলেন , ‘ এই লেখিকা পরকীয়া স্পেশালিস্ট’। আবার কেউ লিখলেন, ‘এক্কা দোক্কা সিরিয়াল এখন তোক্কাচোক্কা হয়ে গেছে’। কেউ আবার লিখলেন, ‘খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক’।