২০২০তে আরও এক তারকাকে হারালেন সমগ্র ভারতবাসী। প্রয়াত এসপি বালাসুব্রহ্মণ্যম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিল্পী প্রেমীরা। শ্রদ্ধা জানানো হয়েছে সমাজের বিভিন্ন মহল থেকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অস্কার জয়ী এ আর রহমার, কিংবদন্তি লতা মঙ্গেশকর… সকলেই শোকস্তব্ধ এমন এক ব্যক্তির প্রয়াণ সংবাদে।