পার্থ সারথি মান্না, কলকাতাঃ কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বছরের বিভিন্ন সময়ে সামাজিক প্রকল্প ও আর্থিক প্রকল্প লঞ্চ করা হয়। যার ফলে সরাসরি আমজনতার কাছে সুবিধা পৌঁছে যায়। সম্প্রতি এমনই এক নতুন যোজনার ঘোষণা করা হয়েছে যেখানে মেয়েদের ফ্রীতেই স্কুটি (Free Scooty Scheme) দেবে রাজ্য সরকার। এর জন্য কি যোগ্যতার প্রয়োজন? জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
মেয়েদের ফ্রীতে স্কুটি দেবে সরকার
মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু রয়েছে। যেমন স্কুলে থাকাকালীন সবুজসাথীর সাইকেল থেকে কন্যাশ্রী দেওয়া হয়। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন হল বিনামূল্যের সরকারি স্কুটি প্রকল্প। স্বাভাবিকভাবেই ঘোষণা শোনার পর থেকেই সকলে আরও বেশি উৎসুক হয়ে পড়েছে কিভাবে স্কুটি পাওয়া যাবে জানার জন্য। চলুন তাহলে এবার সেটাই দেখে নেওয়া যাক।
রাণী লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা
আসলে উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে নারী শিক্ষার অগ্রগতির স্বার্থেই ফ্রি স্কুটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের নাম রাখা হয়েছে রাণী লক্ষীবাঈ স্কুটি যোজনা। তবে সবাই পাবে না এই সুবিধা। শুধুমাত্র স্কুল পড়ুয়া ছাত্রীরাই এই সুবিধা পেতে পারে তাও বিশেষ শর্তে। কি সেই শর্ত জানেন?
আসলে আজও উত্তরপ্রদেশের গ্রামে বহু এমন মেয়ে রয়েছে যারা মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেয়। এর জন্য একদিকে যেমন আর্থিক পরিস্থিতি দায়ী থাকে তেমনি বাড়ি থেকে স্কুলের দূরত্বও একটা কারণ। তাই বেশি দূরত্ব যাতায়াতে অসুবিধা দূর করতে ও সময় বাঁচাতে সরকারের তরফ থেকে ফ্রীতে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার নিশ্চয়ই ভাবছেন বিশেষ শর্তটা কি? উত্তর হল পরীক্ষায় ভালো রেজাল্ট।
আরও পড়ুনঃ এতদিনে পূর্ণ হবে ব্যাসায়ীদের মনোবাঞ্ছা, লোন নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে RBI
হ্যাঁ ঠিকই দেখছেন, যে সমস্ত ছাত্রীরা ভালো পড়াশোনা করে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করবে তাদেরই স্কুটি দেওয়া হবে। তবে ঠিক কত নম্বর পেতে হবে সেটা আলাদা করে এখনও জানানো হয়নি। এক্ষেত্রে সরকারি বোর্ডের পাশাপাশি সিবিএসসি বোর্ডের ছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ৪০০ কোটি টাকাও নাকি বরাদ্দ করা হয়ে গিয়েছে। তাই শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।