Bank Rules

Papiya Paul

Bank Rules: ১ মে থেকে ব্যাঙ্কের এইসব পরিষেবার জন্য লাগবে এক্সট্রা চার্জ, ATM-এ টাকা তুললেও লাগবে চার্জ!

নিউজশর্ট ডেস্কঃ প্রায় প্রত্যেকটি ভারতীয় নাগরিকেরই ব্যাংকে একাউন্ট রয়েছে। আর ব্যাংকে একাউন্ট থাকলে সেক্ষেত্রে ব্যাংকের নতুন নিয়ম সম্পর্কে জেনে রাখা জরুরী। কিছুদিন অন্তর অন্তর বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নিয়ম চালু করা হয় কিংবা কোন নিয়মে বদল করা হয়। যেমন নতুন অর্থবছর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ব্যাংক তাদের বিভিন্ন পরিষেবার নিয়মে(Bank Rules) বদল এনেছে।

   

আগামী ১ মে থেকে আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষ নিয়ম আনতে চলেছে। সেই নিয়ম হল সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে। এর পাশাপাশি ক্রেডিট কার্ডের নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। চলুন তাহলে কোন ব্যাংকে কি পরিবর্তন ঘটছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

HDFC ব্যাঙ্ক: প্রবীন নাগরিকদের জন্য এই ব্যাংকের স্পেশাল ফিক্সড ডিপোজিটের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১০ ই মে পর্যন্ত এই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যাবে।

ICICI ব্যাঙ্ক: আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টর লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি করছে। আইএমপি ট্রান্সফার, চেক বই ইস্যু, ডেবিট কার্ডের বার্ষিক ফি সমস্ত কিছুতেই চার্জ বৃদ্ধি করা হয়েছে।

Bank Rules

আরও পড়ুন: Home Loan: আপনারও হবে নিজের বাড়ি! এত কম বেতনেও হোম লোন দিচ্ছে Yes Bank, সুযোগ হাতছাড়া করলেই লস

  • আইসিআইসি ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহারের জন্য এবার থেকে বার্ষিক ২০০ টাকা চার্জ দিতে হবে। আর গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের প্রতিবছর ৯৯ টাকা চার্জ দিতে হবে।
  • এছাড়া এই ব্যাংকের চেকবুকে প্রথম ২৫ পাতা ব্যবহারের জন্য কোন চার্জ দিতে লাগবে না। তবে এরপরে প্রত্যেক পাতায় ৪ টাকা করে চার্জ দিতে হবে।
  • এর পাশাপাশি ডিডি বা পিও ক্যানসেল, ডুপ্লিকেটর জন্য ১০০ টাকা করে চার্জ দিতে হবে।
  • ১০০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ লাগবে।
  • আবার ২৫ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ১৫ টাকা চার্জ লাগবে।
  • আর আই এম পিএস লেনদেনের ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত লেনদেনের জন্য আড়াই টাকা করে চার্জ লাগবে।
  • এর পাশাপাশি সই এটেস্টেস্ট করার জন্য ১০০ টাকা চার্জ লাগবে।

YES ব্যাঙ্ক: ইয়েস ব্যাঙ্কও এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য প্রত্যেক বছর ২৯৯ টাকা করে চার্জ দিতে হবে।
এনগেজ ডেবিট কার্ডের জন্য প্রত্যেক বছর ৩৯৯ টাকা চার্জ দিতে হবে।
আর এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য প্রত্যেক বছর ৫৯৯ টাকা করে চার্জ দিতে হবে।
এছাড়া রূপে ডেবিট কার্ডের জন্য বছরে ১৪৯ টাকা করে চার্জ দিতে হবে।

এর পাশাপাশি অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করার ক্ষেত্রে প্রথম পাঁচটি লেনদেনের ক্ষেত্রে কোন চার্জ লাগবে না। পরবর্তী প্রত্যেক লেনদেনের জন্য ২১ টাকা করে চার্জ লাগবে। আর ননফিন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ১০ টাকা করে চার্জ লাগবে।