from adipurush to zero this movies are disappointed the audience

আদিপুরুষ থেকে জিরো, বেশি মাতামাতি করলেও ডিজাস্টার তকমা জুটেছে এই ৭ বলিউড ছবির

ছবিমুক্তির আগে দুর্বল ভিএফএক্স, পৌরাণিক চরিত্রের বেশভূষা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিল ওম রাউত(Om Raut) পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush)। ছবি মুক্তির পর রেজাল্ট কী হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন নির্মাতারাও। একবার তো দীর্ঘ ৭ মাস পিছিয়েও দেন ছবি মুক্তির তারিখ। তবুও শেষ রক্ষা কিন্তু হলনা। গত ১৬ জুন মুক্তির পর বিতর্ক যেন আরও জাঁকিয়ে ধরেছে ছবিটিকে। তবে আদিপুরুষ ছাড়াও আরো বেশকিছু ছবি রয়েছে যা নিয়ে দর্শকদের প্রত্যাশা থাকলেও মুক্তির পর হতাশা ছাড়া আর কিছুই মেলেনি (Flop Movie Of Bollywood)।

জিরো (Zero) : শাহরুখ খান, আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’ ছবিটি সর্বজনীন সমালোচনার মুখে পড়েছিল। অনুরাগীদের তরফ থেকে অনুকূলভাবে সাড়া পাওয়া যায়নি। এবং এই ছবির পরেই দীর্ঘ ৫ বছরের ব্রেক নেন SRK।

থাগস অফ হিন্দুস্তান (Thugs Of Hindostan) : শিরোনাম থেকেই স্পষ্ট যে, ‘থাগস অফ হিন্দোস্তান’ ব্যাপক আকারে নির্মিত হয়েছিল। তবে, আমির খান , সঞ্জয় দত্ত , ক্যাটরিনা কাইফ , এবং ফাতিমা সানা শেখ অভিনীত ছবিটি সম্পূর্ণ ফ্লপ হয় বক্স অফিসে।

মহেঞ্জোদারো (Mohenjo Daro) : হৃতিক রোশন এবং পূজা হেগড়ে অভিনীত বহুল প্রত্যাশিত ছবিগুলির মধ্যে একটি ছিল মহেঞ্জোদারো। কিন্তু তা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

জগ্গা জাসুস (Jagga Jasoos) : অনুরাগ বাসুর দাবি, ‘জগ্গা জাসুস’ একটি ছোটদের সিনেমা। যদিও অনুরাগীরা ছবিটি বিশেষ উপভোগ করতে পারেননি।

লাল সিং চাড্ডা (Laal Singh Chadda) : আমির খান পরিচালিত মেগা বাজেটের ছবি হল ‘লাল সিং চাড্ডা’। ছবিতে করিনা কাপুর খান সহ অভিনেতা ছিলেন। তবে ছবিটি একেবারেই ভক্তদের মন জিততে পারেনি। রীতিমত মুখ থুবড়ে পড়ে ছবিটি।

জব হ্যারি মেট সেজল (Jab Harry Met Sejal) : শাহরুখ খান এবং আনুশকা শর্মা অভিনীত ইমতিয়াজ আলীর ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবির টিজার এবং গান মানুষ পছন্দ করলেও ছবির চিত্রনাট্য বিশেষ সাড়া ফেলেনি দর্শকমহলে।
বোম্বে ভেলভেট

বম্বে ভেলভেট (Bombay Velvet) : রণবীর, অনুষ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন করণ জোহর। বম্বে ভেলভেট ছবির হাত ধরে প্রথমবার ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন করণ। তবে মুভিটি একেবারেই সাড়া জাগাতে পারেনি।

Avatar

Moumita

X