Bengali Serial

বেশি পাকামি, বান্ধবীর হাতে চরম মার! হাসপাতালে ভর্তি অনিন্দ্য চট্টোপাধ্যায়

গ্ল্যামার জগতের মানুষদের সাথে ভক্তদের সম্পর্ক এতটাই নিবিড় যে, তাদের যে কোন খবরের জন্যই একটা বাড়তি আগ্রহ তৈরি হয়। আর ধারাবাহিকের লোকজন তো একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছে। কারণ বাঙালির সন্ধ্যাকালীন একাকিত্বের সঙ্গী হন এরাই। সম্প্রতি এরকমই এক তারকার একটি ছবি দেখে চমকে উঠেছে সবাই।

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gatchora) অভিনেতা রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে (Anindya Chatterjee) তো সবাই চেনেন। টেলি দুনিয়ায় তিনি যথেষ্ট পরিচিত মুখ। তার অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। সম্প্রতি সেই অনিন্দ্যর একটি ছবি দেখেই আঁতকে উঠছে দর্শক। এমন মর্মান্তিক অবস্থা হল কী করে!

ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে গোটা শরীরে ব্যান্ডেজ মুড়িয়ে শুয়ে আছে সে। আবার নিজেই আপ্লোড করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, “বাজে ছেলে হইতে সাবধান।” শুধু কী তাই! একটি ভিডিও অবধি আপ্লোড করেছেন তিনি। যার ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে, “আমার এই বাজে স্বভাব, কোনওদিন যাবে না”।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্যান্ডেজ বেঁধেই অভিনেত্রী শ্রীমার সাথে পোজ দিয়ে চলেছেন তিনি। ছবিও তুলছেন ওভাবেই। আর তারপরেই শোনা গেল অনিন্দ্যর কণ্ঠস্বর। সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে হসপিটালের বেডে শুয়ে শুয়ে বলে চলেছেন কী ঘটেছে তার সঙ্গে।

জানা গেল, ভ্যালেন্টাইন ডে-র দিন হাতে টাকা না থাকায় কোনো বান্ধবীকে উপহার দিতে পারেননি। আর তাই নাকি সবাই মিলে এভাবে পিটিয়েছে তাকে। আর তাতেই এই হাল হয়েছে তার। যদিও ভিডিওর শেষে অবশ্য তিনি বলেন, “আপনারা প্লিজ কেউ ডোন্ট টেক ইট সিরিয়াসলি”।

https://www.instagram.com/reel/CooJVz0Ijvr/?utm_source=ig_web_copy_link 

সবার রাতের ঘুম উড়িয়ে এরকম মজা কেউ করে! তবে শ্রীমাকে দেখে বোঝা যাচ্ছে, এটা ‘গাঁটছড়া’রই কোনো দৃশ্য শুট হচ্ছে। আর তার জন্যেই এত সাজ সরঞ্জাম। সেই সাজ সরঞ্জামকে বেশ ভালোই কাজে লাগিয়ে নিলেন অনিন্দ্যও‌। তবে বান্ধবী নাকি গল্পের নায়ক-নায়িকা কে করল এমন দুরাবস্থা রাহুলের? জানার জন্য অবশ্যই দেখুন স্টার জলসায় ‘গাঁটছড়া’।

Avatar

Moumita

X