UPSC

anita

UPSC Story: দু-দু’বার UPSC সফল! এই মহিলা IAS অফিসারের সাফল্যের কাহিনী শুনলে গর্বিত হবেন

নিউজ শর্ট ডেস্ক: ভারতবর্ষের শুধু নয় ইউপিএসসি (UPSC) হল সারা বিশ্বের কঠিনতম পরীক্ষা (Exam) গুলির মধ্যে একটি। প্রত্যেক বছর দু’চোখ ভর্তি স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। যদিও, মাত্র কয়েকজনই এই প্রি-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।তারপর , হাতেগোনা মাত্র কয়েকজন প্রার্থীই মেইনস ক্লিয়ার করার পরে ইন্টারভিউতে ডাক পান।

   

এরপর ইন্টারভিউয়ের কঠিন রাউন্ড পেরিয়ে, আসা সফল প্রার্থীরাই অফিসার হন এবং দেশ পরিচালনা করার সুযোগ পান।আজ আপনাদের জানাবো এমনই একজন মহিলা আইপিএস অফিসার সম্পর্কে যিনি একবার নয় দুবার ইউপিএসসি পরীক্ষায় অংশ নিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছিলেন। তিনি হলেন মধ্যপ্রদেশের খারগোন জেলার বাসিন্দা গরিমা আগরওয়াল (Garima Agarwal)।

ব্যবসায়ী পরিবারের মেয়ে হলেও ছোট থেকেই পড়াশোনার প্রতিই ব্যাপক আগ্রহ ছিল গরিমার। তাই ছোট থেকেই তিনি নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন। সরস্বতী বিদ্যা মন্দির, খারগোন থেকে প্রাথমিক শিক্ষ সম্পন্ন করার পর, গরিমা জেইই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইআইটি হায়দ্রাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

ইউপিএসসি,UPSC,পরীক্ষা,Exam,গরিমা আগরওয়াল,Garima Agarwal,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এরপর ইন্টার্নশিপের জন্য তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর জার্মানিতে। কিন্ত গরিমার স্বপ্ন ছিল আইএএস অফিসার হওয়ার। তাই নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যেই গরিমা ফিরে আসেন এবং UPSC পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। IAS অফিসার হওয়ার জন্য প্রায় দেড় বছর ধরে কঠোর পরিশ্রম করে তিনি ২০১৭ সালে UPSC পরীক্ষায় বসেন তিনি। এই পরীক্ষার মেধা তালিকাতেও নাম ছিল গরিমার। ইউপিএসসি পরীক্ষায় ২৪০ তম র‌্যাঙ্কের ভিত্তিতে আইপিএস ক্যাডারে চাকরি পেয়েছিলেন গরিমা।

আরও পড়ুন: দেখলেই কিনতে ইচ্ছে করবে, Mahindra-র এই নতুন গাড়ির ফিচার্স থেকে লুকস জিতে নেবে মন

কিন্তু গরিমার স্বপ্ন ছিল আইএএস হওয়ার। তাই গরিমা আবার UPSC-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সেসময় একদিকে গরিমার আইপিএস হওয়ার ট্রেনিং চলছিল আর অন্যদিকে তিনি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ২০১৮ সালে, গরিমা আবার UPSC পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ইউপিএসসি,UPSC,পরীক্ষা,Exam,গরিমা আগরওয়াল,Garima Agarwal,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেবার UPSC-তে গরিমা ৪০তম স্থান পেয়েছেন। সেবারই তিনি আইএএস ক্যাডারে চাকরি পেয়ে যান। বর্তমানে, গরিমা আগরওয়াল তেলঙ্গানায় সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (ADM) হিসাবে কর্মরত রয়েছেন। এছাড়া বর্তমানে তিনি সিভিল সার্ভিসের ছাত্রদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকেন।