Papiya Paul

বলুন তো ভারতের কোন গ্রামের মেয়েরা পোশাক ছাড়াই থাকে?

নিউজশর্ট ডেস্কঃ চাকরির(Job) পরীক্ষা দেওয়ার জন্য লিখিত পরীক্ষার যেমন প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন পড়ে ইন্টারভিউর(Interview)। এমন বহু চাকরি প্রার্থী আছেন যারা লিখিত পরীক্ষায় পাশ করে গেলেও ইন্টারভিউ পরীক্ষায় পাস করতে পারেননি। এর কারণ হলো ইন্টারভিউতে শুধুমাত্র সিলেবাস ভিত্তিক প্রশ্ন করা হয় না এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যান প্রার্থীরা। আজকের এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার ইন্টারভিউ পরীক্ষার(Interview Questions) ক্ষেত্রে কাজে লাগতে পারে।

   

১) প্রশ্ন: ভারতের ব্লু সিটি নামে পরিচিত কোন শহরটি?
উত্তরঃ যোধপুর।

২) প্রশ্ন: নরেন্দ্র দামোদর মোদি ভারতের কততম প্রধানমন্ত্রী?
উত্তরঃ ১৪তম প্রধানমন্ত্রী।

৩) প্রশ্ন: ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তরঃ K2 বা গডউইন অস্টিন।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য অধিকাংশ রাজ্যের সীমানা ছুঁয়েছে?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

৫) প্রশ্নঃ নোবেল পুরস্কার কোন দেশ প্রদান করে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

৬) প্রশ্নঃ কোন ভারতীয় চলচ্চিত্র বিশেষ অস্কার পুরস্কার সম্মানিত হয়েছিল?
উত্তরঃ পথের পাঁচালী।

৭) প্রশ্নঃ মেয়েদের শরীরের কোন অংশটি সবসময় ভিজে থাকে?
উত্তরঃ জিভ। নারী-পুরুষ উভয়েরই জিভ সবসময় ভিজে থাকে।

৮) প্রশ্নঃ চুন জলে মেশানো হলে কোন গ্যাস নির্গত হয়?
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড।

৯) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন রাজ্যের ভাষা বাংলা?
উত্তরঃ ত্রিপুরা।

১০) প্রশ্নঃ ভারতের কোন গ্রামের মেয়েরা পোশাক ছাড়াই থাকে জানেন?
উত্তরঃ হিমাচল প্রদেশের মণিকর্ণা উপত্যকার পিনি নামক গ্রামে মেয়েরা। এখানে এমনই এক অদ্ভুত রীতি রয়েছে, যা বছরের পাঁচ দিন পালিত হয়। ওই সময় মেয়েরা পোশাক ছাড়া  থাকে।