শীতকালে গিজার চালানোর আগে সাবধান! এই ভুলগুলো করলে ঘটবে বোমার মত বিস্ফোরণ

নিউজশর্ট ডেস্কঃ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শীতের দাপট। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাত্রি বেলায় নামছে তাপমাত্রার পারদ। আর তাপমাত্রার পারদ নামতে না নামতেই বহু বাড়িতে শুরু হয়ে গিয়েছে গিজার(Geyser) চালানো। স্নান থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাজে জল গরম করার জন্য গিজার চালান বহু মানুষ। তবে এক্ষেত্রে গিজার(Geyser Tips) চালানোর সময় আগে থেকে বিশেষ সাবধান হতে হবে।

কারণ এই গিজার চালানোর সময় ভুল করলেই বোমার মত ফেটে যাবে গিজার। শীতকাল পড়তে না পড়তেই বহু মানুষ গিজার কিনে থাকেন। কিন্তু দুটো পয়সা বাঁচানোর জন্য অল্প দামে সস্তায় এই সকল জিনিসপত্র কিনে ফেলেন। আর অল্প পয়সা বাঁচাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পড়েন অজান্তে। তাই গিজার কেনার সময় সবার আগে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে। এই গিজারটি যেন অবশ্যই আইএসআই মার্ক যুক্ত থাকে।

এছাড়া গিজার কিনে আনার পর সেটিকে বাড়িতে ইন্সটল করার জন্য নিজে থেকে না করে অবশ্যই একজন মেকানিককে ডাকা প্রয়োজন। কারণ সঠিকভাবে যদি গিজার ইন্সটল না করেন তাহলে যেকোনো সময় ভয়ংকর বিপদ হয়ে যেতে পারে। এর পাশাপাশি গিজার চালানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় সজাগ থাকতে হবে। দীর্ঘদিন ধরে গিজার বন্ধ করে থাকার পর হঠাৎ করে গিজার চালানো হলে যে কোন সময় বিপদ ঘটতে পারে।

আরও পড়ুন: রাম তুলসী না কৃষ্ণ তুলসী! কোন তুলসী বাড়িতে থাকলে জীবনে সৌভাগ্য আসবে?

এর জন্য দীর্ঘদিন ধরে গিজার বন্ধ থাকার পর একবার সার্ভিসিং করে তারপরে চালানো উচিত। এর পাশাপাশি গরমকালে যখন গিজারের প্রয়োজন হয় না, তখন যে পাইপ লাইনের মধ্যে দিয়ে গিজার থাকে সেই পাইপলাইন দিয়ে মাঝেমধ্যেই জল আদানপ্রদান করাতে হবে কারণ পুরোপুরি জল আদানপ্রদান বন্ধ রাখলে যে কোন সময় বড় বিপদ ঘটতে পারে। এছাড়া গিজারের তার যেন সব সময় তামার হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

কারণ এই তার তামার না হয়ে অন্য কোন ধাতুর হলে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি বিরাট বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া যে সমস্ত গিজারগুলো অটোমেটিক নয়, সেগুলোতে জল গরম করার নির্দিষ্ট সময় পর অবশ্যই মনে করে বন্ধ করে দিতে হবে। আর যে সকল গিজার গ্যাস সিলিন্ডার যুক্ত সেগুলো বাথরুমে ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই সেখানে একটি এক্সজাস্ট ফ্যান রাখতে হবে। কারণ এই এক্সজাস্ট ফ্যান না থাকলে যে কোন মুহূর্তে জ্ঞান হারানোর মতো ঘটনা ঘটে যেতে পারে।

Avatar

Papiya Paul

X