Papiya Paul

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, অন্যরকমভাবে সেজে উঠবে দার্জিলিং, মিস করলে পরে হাত চুলকোবেন

নিউজশর্ট ডেস্কঃ পাহাড় বরাবরই প্রিয় ভ্রমণস্থল পর্যটকদের কাছে। তাই তো পাহাড়ের টানে পর্যটকরা বহুবার দার্জিলিং(Darjeeling) গিয়েছেন। শৈলরানী দার্জিলিং-এর সৌন্দর্য প্রতিটি ঋতুতে যেন আলাদা হয়ে যায়। সারাবছরই পাহাড়ে পর্যটকেরা ভিড় করে থাকেন।

   

আপনিও যদি পাহাড় যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে আগামী ২৫ শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বরের মধ্যে চলে যেতে পারেন দার্জিলিং। এই সময় দার্জিলিংয়ে এক অন্যরকম পরিবেশ দেখতে পাবেন। এই অসাধারণ মুহূর্ত যদি আপনি মিস করে ফেলেন তাহলে আবার এক বছর অপেক্ষা করতে হবে। কারণ এই সময় ঘুম উৎসব(Ghum Utsab) হয় দার্জিলিঙ। আগামী ২৫ শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত ঘুম উৎসব আয়োজিত হতে চলেছে দার্জিলিং।

দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে পর্যটন শিল্পের আরও প্রচারের জন্য এই উৎসবের আয়োজন করা হয়। দার্জিলিং এ ঘুরতে গেলে অনেক বেশি আনন্দ করতে পারবেন আপনি। স্থানীয় মানুষদের হাতে তৈরি বিভিন্ন কাজ, হস্তশিল্প, স্থানীয় বিভিন্ন খাবার-দাবারে রন্ধন প্রণালী ইত্যাদি সমস্ত কিছুই তুলে ধরা হয় ঘুম উৎসবে। এছাড়া থাকে অ্যাডভেঞ্চার স্পোর্টস। বিভিন্ন রকমের রকমারি খাওয়া দাওয়া থাকে যা বছরের অন্যান্য সময় পাওয়া যায় না।

এই উৎসব প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত হয়। এই সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান চলে। বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর এর আগে ঘুম উৎসব অনুষ্ঠিত হয়, কিন্তু এই বছর যেহেতু দুর্গাপূজা, কালীপুজো দেরিতে পড়েছে তাই এই অনুষ্ঠান দেরিতে অনুষ্ঠিত হচ্ছে।