এত বড় আগে দেখেনি কেউ! দিঘায় ধরা পড়ল দৈত্যাকার… মুহূর্তে ভিড় জমল পর্যটকদের

Giant Fish captured in Digha

এত বড় আগে দেখেনি কেউ! দিঘায় ধরা পড়ল দৈত্যাকার… মুহূর্তে ভিড় জমল পর্যটকদের

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালির এক বা দুদিনের ছুটি হলেই গন্তব্য হয় দিঘা। শীত, গ্রীষ্ম হোক বা বর্ষা সারাটা বছরই পর্যটকের ভিড় থাকে দিঘাতে। একদিকে যেমন বিস্তীর্ণ জলরাশি দেখতে দেখতে সময় কাটিয়ে দেওয়া যায়। তেমনকি ঘোরা থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি করারও জায়গা রয়েছে। তাছাড়া অনেকেই দিঘা গিয়ে সামুদ্রিক মাছের মার্কেটে যান পছন্দের মাছ কিনে আনার জন্য।

দিঘাতে হইহই কান্ড

অনেকেই দিঘাতে সকালের সূর্যোদয় দেখার পর মোহনা মৎস কেন্দ্রের কাছে চলে যান পছন্দের মাছ কিনে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর মাছের বাজারে মাঝেই মধ্যেই জানা যায় জেলেরা সমুদ্রথেকে বিরাট আকারের মাছ ধরে আনেন ও সেটা নিলামে ওঠে। সম্প্রতি এমনই একটি খবর পাওয়া গেল দিঘা থেকে। আসলে ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে একটি মাছ ধরার বোটে নাকি দৈত্যাকার একটি মাছ উঠেছে।

স্বাভাবিকভাবেই সেই মাছ নিলামের জন্য মোহনার মৎস নিলাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তখনই লোকের মুখে মুখে ছড়িয়ে পরে বিশাল মাছের কথা ও ভিড় জমতে শুরু করে। জানা যাচ্ছে প্রায় ৫০০ কেজির উপর ওজন হবে জালে ধরা পড়া শংকর মাছটির। তাই স্বাভাবিকভাবেই নিলাম দেখতে উপচে পড়েছিল পর্যটকদের ভিড়।

মোহনার মৎস নিলাম কেন্দ্রে পর্যটকদের ভিড়

আসলে আগে বড় মাছ দেখলেও এত বড় আকারের শংকর মাছ আগে কেউই দেখেনি। সেই কারণেই আরও বেশি ভিড় হয়ে গিয়েছে। তাছাড়া পূর্ব মেদিনীপুরের দিঘা পূর্ব ভারতের সবচেয়ে বড় সামুদ্রিক মৎস উৎপাদন কেন্দ্র। সারা বছরই এখানে মাছের নিলাম চলে এখানে। বিশেষ করে বর্ষাকালে সমুদ্রে মাছের যোগান বেড়ে যায়  তখন মৎস কেন্দ্রে আরও বেশি ও বিভিন্ন ধরণের মাছ দেখতে পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥