Papiya Paul

স্বস্তির খবর CESC তরফ থেকে, গ্রাহকদের দিতে হবে না এপ্রিল ও মে মাসের বাড়তি বিল

 

   

বেশ কিছুদিন ধরেই CESC র মাত্রাতিরিক্ত বিল পাঠানো নিয়ে সরব হয়েছে সেলিব্রিটি, বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ। সবার বক্তব্য একই, করোনা আবহে ভুলভাল রিডিং করে ইচ্ছামত বিল পাঠাচ্ছে CESC। এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। বিক্ষোভের মুখে পড়ে অবশেষে গ্রাহকদের স্বস্তির খবর জানালো CESC। গতকাল CESC র তরফ থেকে জানানো হয়েছে, এপ্রিল-মে মাসের বাড়তি বিল দিতে হবে না গ্রাহকদের। আপতত শুধুমাত্র জুন মাসের বিলই দিতে হবে। সেইসঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে বিলে টাকা জমা দেওয়ার সময়সীমা।