LPG Cylinder

anita

LPG Cylinder: ১ এপ্রিল থেকে কমছে গ্যাসের দাম! এক লাফে ৩০০ টাকা কমায় স্বস্তি পেল আমজনতা

নিউজ শর্ট ডেস্ক:  আগামী ১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে নতুন অর্থবর্ষ। একই নতুন বছরের প্রথম দিন থেকেই বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এবার কেন্দ্রীয় সরকারের (Central Government)  এমনই একটি  নিয়মের প্রভাব পড়তে চলেছে  ‘প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা’র (Ujjwala Yojana) ওপর। আসলে এই উজ্জ্বলা যোজনার সুবিধা যারা পেয়ে থাকেন তারা ২০২৪-২৫ এর এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) ওপর ৩০০ টাকার ছার পেতে চলেছেন।

   

এখানে বলে রাখি ভুর্তুকির এই ছাড় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত লাগু ছিল. কিন্তু সম্প্রতি সরকার এই সুবিধা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। জানা যাচ্ছে, এই নতুন অর্থ বর্ষের প্রথম দিন অর্থাৎ ২০২৪ সালের ১ এপ্রিল থেকেই চালু হয়ে যাবে এই নিয়ম। জানা যাচ্ছে এক বছরে মোট ১২টি রিফিল সুবিধাভোগী শ্রেণীকে প্রদান করা হয়।

এক্ষেত্রে প্রতিটি ১৪.২ কেজির সিলিন্ডারে ৩০০ টাকার ছাড় পাওয়া যায়। তবে এই ভূর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাংকে জমা অ্যাকাউন্টে জমা হয়। এইভাবে এই উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা সাধারণ গ্রাহকদের তুলনায় ৩০০ টাকা কম দামে সিলিন্ডার পেয়ে থাকেন।

কেন্দ্রীয় সরকার,Central Government,উজ্বলা যোজনা,Ujjwala Yojana,LPG Subsidy,এলপিজি ভূর্তুকি,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

সূত্রের খবর এরফলে ২০২৪-২৫ অর্থবর্ষে সরকারের মোট খরচ হবে ১২,০০০ কোটি টাকা। প্রসঙ্গত আজ থেকে প্রায় এক দশক আগে ২০১৬ সালে প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের সদস্যদের কথা মাথায় রেখেই এই ‘উজ্জ্বলা যোজনা’ প্রকল্প চালু করেছিল মোদী সরকার। ১ মার্চ ২০২৪ সল্ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট ১০.২৭  কোটির-ও বেশি মানুষ উপকৃত হয়েছেন।

আরও পড়ুন: আর একগাদা টাকা লাগবে না, পুরীতে বঙ্গনিবাস বানাচ্ছে রাজ্য সরকার, খরচ সাধ্যের মধ্যেই

কেন্দ্রীয় সরকার,Central Government,উজ্বলা যোজনা,Ujjwala Yojana,LPG Subsidy,এলপিজি ভূর্তুকি,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখানে বলে রাখি আমাদের দেশ এলপিজি’র চাহিদা মেটাতে প্রায় ৬০% আমদানি করে থাকে। উজ্জ্বলা যোজনা উপভোক্তাদের গড় এলপিজি খরচ ২৯ শতাংশ থেকে বেড়ে ২০১৯-২০ সালের ৩.০১ রিফিল থেকে ২০২৩-২৪ সালের মধ্যে ৩.৮৭ রিফিল হয়েছে। প্রসঙ্গত সদ্য ৮ মার্চ ছিল নারী দিবস। সেই উপলক্ষ্যেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছে সরকার।